Rohit Sharma: ক্ষিপ্ত সুনীল গাভাস্কর, গলি ক্রিকেট খেলছেন! রোহিতের IPL-এ পারফরমেন্স দেখে

Published By: Khabar India Online | Published On:

২০২৩ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা যথেষ্ট ভালো। প্রথমে কয়েকটি ম্যাচে হেরে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে যেতে বসেছিল রোহিত শর্মরা। কিন্তু সূর্য কুমার যাদব ফর্মে ফিরতেই জ্বলে উঠেছে আইপিএলের সবচেয়ে সফলতম দলটি। চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আইপিএলের মেগা আসরে রোহিত শর্মার দল প্লে-অফে পৌঁছানোর লড়াইয়ে অনেকটা এগিয়ে আছে।

আরও পড়ুন -  দাগ

রোহিত শর্মার দল ভালো পারফরম্যান্স করলেও ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে এক হাতে নিয়েছেন। তিনি কোন রকম ভূমিকা না করে বলেন,’চলতি আইপিএলে রোহিত শর্মার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তিনি গলি ক্রিকেট খেলছেন। দলের জন্য তার কর্তব্য কি সেটাই তিনি বুঝতে পারছেন না। হঠাৎ যদি সূর্য কুমার যাদবের ব্যাট থেকে রান না আসে, তাহলে সহজেই পরাজয় মেনে নিতে হবে রোহিত শর্মাকে। আমি এখনও বুঝলাম না, তিনি কিভাবে পারফরম্যান্স করতে চাইছেন?’

আরও পড়ুন -  52 Dot Balls: ৫২টি ডট বল খেলেছে, বাংলাদেশ

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা শুধুমাত্র দলকে নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টের ১০টি ম্যাচ খেললেও জয়সূচক কোন ইনিংস আসেনি তার ব্যাট থেকে। তার জন্য বারবার বিপদে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, চলতি আইপিএলে রোহিত শর্মা ভারতীয় প্রিমিয়ার লিগের আসরের লজ্জা জনক রেকর্ডটি নিজের নামে অন্তর্ভুক্ত করে রেখেছেন। আইপিএলের ইতিহাসে সর্বাধিক ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটার তিনি। চলতি আইপিএলে পর পর দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পাওয়ার পর এখন তার অধীনে সর্বাধিক ১৬ বার ‘গোল্ডেন ডাক’ পাওয়ার লজ্জাজনক রেকর্ডটি জ্বলজ্বল করছে।

আরও পড়ুন -  Vaccine: ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও, শরীরে কমতে শুরু করছে অ্যান্টিবডি, দাবি করছে ICMR