Monami Ghosh: মনামী ঘোষ ঘুঙুরের হার গলায় পরেছেন, কোমর দোলালেন শাড়ি পরে

Published By: Khabar India Online | Published On:

মনামী একজন উজ্জ্বল নক্ষত্র বাংলার অভিনয় জগতে। তার যে বয়স হয়েছে বোঝা যায় না। শরীরের মাখোমাখো ত্বক ও সুন্দর চুল দেখে কখনো শাড়ি পরে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি’ কখনো বা জলের মধ্যে রঙিন বিকিনিতে মন জিতে নিয়েছে নেটিজেনদের। জলের ভেতর সিক্ত শরীরে একেবারে মৎস্যকন্যার মতন দেখতে লাগছে ফর্সা ত্বকের ওপরে রংবেরঙের বিকিনিতে সেজে যখন ওঠেন।

নানান পোজে তিনি ছবি দিয়েছেন ইনস্টাগ্রাম এর মাধ্যমে, তার শরীরের প্রত্যেকটি ভাঁজ যেন স্পষ্ট হয়ে উঠেছে, অনুরাগীরা সেই সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন।

আরও পড়ুন -  Pan Card ফিরে পাবেন কীভাবে? যদি হারিয়ে যায়, জেনে নিন

১৯৯৭ সালে সমরেশ মজুমদার রচিত ‘সাতকাহন’ অবলম্বনে দেবীদাস ভট্টাচার্যের চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রথম অভিনয় জগতে প্রবেশ মনামী ঘোষ। এরপর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। টেলিভিশনের ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করছেন। শ্যাওলা, সাতকাহন, এক আকাশের নিচে পুন্যি পুকুর, ইরাবতীর চুপকথা সমস্ত ধারাবাহিকে নজর কেড়েছেন মনামী ঘোষ। তারপর মাটি, এক মুঠো ছবি, বেলাশেষে, ওগো বধূ সুন্দরী, ভূতের ভবিষ্যৎ, কালোচিতা এবং বেলাশুরু অসাধারণ অভিনয় করেছেন।

আরও পড়ুন -  Kishmish: শ্যুটিং এর শেষ দিনে নাগিন ডান্সে দেব-রুক্মিণী !

শুধুমাত্র অভিনয় নয়, তার পাশাপাশি এই প্রিয় অভিনেত্রীকে আমরা প্রায়শই দেখতে পাই তার নিজস্ব instagram পেজে। কখনো শাড়ি পড়ে, কখনো বিকিনিতে, কখনো আবার স্বল্প পোশাকে অভিনেত্রী ছবি দিয়ে থাকেন। পোশাক নিয়ে এই ট্রোল বা ঠাট্টাকে খুব একটা পাত্তা দেন না। সেই পোশাককে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সম্প্রতি গলায় ঘুঙুরের হার, আর শাড়িতে অসাধারণ ভিডিও বানালেন মনামী। যে কোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে রীতিমতন ভাইরাল হয়ে যায়। খুব সুন্দর গামছা চেক এর একটা শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন তিনি। ১০ই মে ভিডিওটি শেয়ার করেছেন। অভিনেত্রী গলার হারটা তো ভীষণ সুন্দর। কানের দুলটিও শাড়ির সঙ্গে ভীষণ মানাসই, হেয়ার স্টাইল ও অল্প মেক আপে অপূর্ব লাগছে অভিনেত্রীকে।

আরও পড়ুন -  যাত্রীদের সফরকে আরও আরামদায়ক করতে চালু হয়েছে নতুন রেক, কলকাতার মেট্রো