৫০তম ম্যাচ শেষে কোহলিকে তীর দ্বারা বিদ্ধ করলেন পাকিস্তানের সর্বকালের সেরা জোরে বোলার ওয়াসীম আক্রম। দিল্লির বিপক্ষে খেলতে নেমে ৭ উইকেটে হেরেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ম্যাচে অর্ধশত রানের দুর্দান্ত ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
সেই ইনিংস কোন কাজে লাগলো না ব্যাঙ্গালোরের। দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে মুহূর্তের মধ্যে পরাজিত হন বিরাট কোহলিরা।
দিল্লির বিপক্ষে পরাজয়ের পাশাপাশি চলতি আইপিএলে সর্বমোট ৫টি ম্যাচে হেরেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে প্লে-অফে পৌঁছানোর লড়াই থেকে বেশ কিছুটা দূরে ছিটকে গেছে বিরাট কোহলির দল। ইতিপূর্বে বিরাট কোহলির নেতৃত্বে ৩ বার আইপিএলে রানার্সআপ হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। একবারের জন্য শিরোপা জয় করতে পারেননি বিরাট কোহলি।
বিরাট কোহলির সেই ব্যর্থতাকে এক হাতে নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসীম আক্রম। তিনি সরাসরি বলেন, ‘যদি বিরাট কোহলির স্থানে মহেন্দ্র সিং ধোনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক হতেন তবে কমপক্ষে তিনবার শিরোপা জিততেন তিনি। তার নেতৃত্বে ভারতীয় প্রিমিয়ার লিগে দ্বিতীয় সফল দল চেন্নাই সুপার কিংস। যদি নেতৃত্বের কথা বলি, তবে মহেন্দ্র সিং ধোনির ধারের কাছেও নেই বিরাট কোহলি।’
আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সর্বাধিক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস। শুধু তাই নয়, ৪ বার দল কাঙ্খিত লক্ষ্য অর্জন করেছে তার নেতৃত্বে। আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও মহেন্দ্র সিং ধোনি সমানভাবে সফল। তার নেতৃত্বে আইসিসি কর্তৃক আয়োজিত তিনটি টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। ‘ক্যাপ্টেন কুল’-এর প্রশংসায় মেতেছেন ক্রিকেটার ওয়াসীম আক্রম।
ছবিঃ সংগৃহীত