Ritabhari Chakraborty: শরীর ঢাকলেন ঋতাভরী, গাছের পাতা দিয়ে

Published By: Khabar India Online | Published On:

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন। চোখের চাহনির সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার পাতা দিয়ে শরীর ঢাকা অবস্থায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে লেখেন, ‘শান্তি’। সেখানে তার অনেক ভক্ত অনুরাগী প্রশংসা করেছেন। এক অনুরাগী কমেন্টে লিখেন, তুমি এত সুন্দরী যে, চোখ সরাতে পারি না, এত প্রাণবন্ত সৌন্দর্য্য খুব কম দেখেছি।

আরও পড়ুন -  Gujarat Assembly Elections: দ্বিতীয় পর্বের ভোট দিচ্ছেন গুজরাটের ভোটাররা, বিধানসভা নির্বাচনের

অন্যজন লিখেন, ঋতাভরী আমার মেয়ের মতো, তবুও বলছি ওর তুলনা ও নিজেই। আরেক জন লিখেন, পাতার জীবন ধন্য।

 ছবি পোস্ট করে প্রশংসা কুড়ালেও ট্রলের হাত থেকে বাঁচতে পারেননি অভিনেত্রী। একজন অনুরাগী কমেন্টে লেখেন, কিছু নাই আমাকে বলতে পারতে আমার শার্টটা দিতাম। আরেকজন কমেন্টে লেখেন, ট্যারা করে তাকালেই ক্যারা হওয়া জাইনা।

আরও পড়ুন -  Dance Video: সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ, ‘বন্ধু তিনদিন’ গানে, ভিডিও ভাইরাল

জানা গেছে, আগামী ১২ মে মুক্তি পেতে যাচ্ছে ঋতাভরীর নতুন সিনেমা ‘ফাটাফাটি’। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। ছবির বার্তা হলো, আমরা মোটা হতে পারি, আমাদের জীবন মোটামুটি নয়। আমাদের জীবন ফাটাফাটি।

আরও পড়ুন -  সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ

ছবিঃ সংগৃহীত