Messi: সৌন্দর্য উপভোগ করতে মরুর দেশে সপরিবারে মেসি

Published By: Khabar India Online | Published On:

সৌদি আরবের সৌন্দর্যের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন লিওনেল মেসি। সেই সৌন্দর্য উপভোগ করতে মরুর দেশে চলেও গেলেন সপরিবারে। হঠাৎ করে আর্জেন্টাইন সুপারস্টারের সৌদিতে যাওয়ার খবর শুনে ভক্তরা নড়েচড়ে বসতে পারেন। তবে কি সৌদির আল হিলাল ক্লাবের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রো লীগে যোগ দিচ্ছেন মেসি?

আরও পড়ুন -  Boycotts: চীনের উইন্টার অলিম্পিক, বয়কট করলো অস্ট্রেলিয়া

সৌদি গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেসি হলেন সৌদি আরবের পর্যটনদূত। তারই অংশ হিসেবে পরিবার নিয়ে মরুর দেশে পা রেখেছেন তারকা ফুটবলার মেসি।

সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘সৌদি আরবের পর্যটনদূত মেসি এবং তার পরিবারকে এদেশে আমি অত্যন্ত খুশির সঙ্গে স্বাগত জানাচ্ছি।’ দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে মেসি এবং তার পরিবার। আগে ২০২২ সালে পরিবারকে নিয়ে সৌদি আরবে এসেছিলেন মেসি।’

আরও পড়ুন -  Lionel Messi: বার্সায় তার নামে যাদুঘর, মেসিকে ঘরে ফেরাতে

ফুটবল বিশ্বে যখন নানা রকমের কানাঘুষা চলছে, তখন সৌদি সফরে গেলেন তিনি। অনেকেই বলছেন, পিএসজিতে আর মন টিকছে না আর্জেন্টাইন তারকার। পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আসছে জুনে।

আরও পড়ুন -  Web Series: হুঁশ খোয়ালেন চাচা পানওয়ালির পানের স্বাদে, সিরিজটি একা দেখবেন

ইতোমধ্যে খবর ছড়িয়েছে যে, বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। এ ছাড়া সৌদি ক্লাব আল হিলাল ও মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও মেসিকে দলে টানার চেষ্টা করছে। এমন অবস্থা, তখন মেসির সৌদি সফর কেন?

টুইটার থেকে নেয়া ছবি।