United States: ৭ জনের মরদেহ উদ্ধার দুই কিশোরীসহ, যুক্তরাষ্ট্রে

Published By: Khabar India Online | Published On:

একটি মাঠ থেকে নিখোঁজ থাকা দুই কিশোরীসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্য থেকে ৯০ মাইল দূরে হেনরিয়েটা শহরে। মঙ্গলবার মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহেই ১৪ বছর বয়সী আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সী ব্রিটনি ব্রুয়ারসহ জেসি এল. ম্যাকফ্যাডেনের নামে নিখোঁজ বিজ্ঞপ্তি জারি করে ওকলাহোমা হাইওয়ে পেট্রোল।

আরও পড়ুন -  Germany: বড় ধাক্কা জার্মান শিবিরে, প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার

ম্যাকফ্যাডেন একজন তালিকাভুক্ত যৌন অপরাধী ও পুলিশের ধারণা, নিহত দুই কিশোরী আইভি এবং ব্রিটনি তার সঙ্গে অবস্থান করছিলেন।

সোমবার সকালে হেনরিয়েটাতে এই দুই কিশোরীকে শেষ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে তারা ম্যাকফ্যাডেনের সাথে ভ্রমণ করছিলো।

আরও পড়ুন -  Congress: ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাতে মেরে, পাড়ার মোড়ে মোড়ে স্মার্ট পয়েন্ট তৈরির বিরুদ্ধে পথে নামলো কংগ্রেস

ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, তাৎক্ষণিকভাবে সাতটি লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। ম্যাকফ্যাডেন এবং নিখোঁজ দুই কিশোরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিখোঁজ সবার মরদেহ পেয়েছি বলে ধারণা করছি। এখন শুধু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। ইতিমধ্যে দুই কিশোরীর পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

আরও পড়ুন -  Sara Tendulkar: রাত কাটালেন শচীনকন্যা বাড়ির বাইরে মধ্যরাতে, মানা করা হয়েছিলো

এদিকে, নিহতের মধ্যে কয়েকজন হেনরিয়েটা পাবলিক স্কুলসের শিক্ষার্থী বলে জানা যায়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন।

ছবিঃ সংগৃহীত