Karim Benzema: দাপুটে জয় রিয়ালের, বেনজামার হ্যাটট্রিকে

Published By: Khabar India Online | Published On:

আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ লা লিগায় করিম বেনজামার হ্যাটট্রিকে। তাতে জয়ের ধারায় ফিরলো লস ব্লাঙ্কোসরা। গত ম্যাচে জিরোনার মাঠে দুঃস্বপ্নের রাত কাটে রিয়াল মাদ্রিদের। হেরেছিল ৪-১ গোলে। সেই ম্যাচে ছিলেন না করিম বেনজেমা।

আরও পড়ুন -  Rittika Sen: আমাকে ছোঁয়া সহজ নয়: ঋত্বিকা সেন

শনিবার রাতে তার হ্যাটট্রিকে ঘুরে দাঁড়ালো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তা-ও প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফরাসি এই তারকা। রিয়াল বার্সার (৭৬) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্টে পিছিয়ে আছে।

ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলে রিয়াল। ম্যাচের ৫ মিনিটেই আলমেরিয়ার জালে বল পাঠায় করিম বেনজামা। তারপর ১৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এক গোল শোধ করে আলমেরিয়া।

আরও পড়ুন -  দুর্গাপুজো

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আবার রিয়ালের মুখে হাসি ফোটে। ৪৭ মিনিটে গোল পান রদ্রিগো। ম্যাচের ৬৭ মিনিটে আলমেরিয়ার লুকাস খেলার শেষ গোলটি করেন। ৪-২ ব্যাবধানে খেলার ফলাফল নিয়ে মাঠ ছাড়ে।

আরও পড়ুন -  প্রেস বিবৃতি

ছবিঃ সংগৃহীত