কালিংপং-এ পরীক্ষামূলকভাবে আপেল চাষ!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গঃ  কালিংপং-এ পরীক্ষামূলকভাবে আপেল চাষ!

আপেল চাষের জন্য বিখ্যাত কাশ্মীর, আর কমলালেবুর জন্য বিখ্যাত দার্জিলিং। উত্তরের পাহাড়ে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে আপেল চাষ। আপেল চাষ সফল হলে বাণিজ্যিক দিক থেকে পাহাড়ের গুরুত্ব আরো বেড়ে যাবে। কালিংপং এর ছোট্ট গ্রাম ফিক্কলে। এই গ্রামেই হচ্ছে পরীক্ষামূলকভাবে আপেল চাষ। প্রসঙ্গত ২০১৮ সালে এক কৃষক গ্রামে আপল চাষ শুরু করেছিলেন। তিনি মোট ৬০ টি চারা রোপন করেছিলেন।

আরও পড়ুন -  ওজন কমায় কমলালেবু

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গাছে ফল ধরতে অন্তত দুই বছর সময় লেগে গেছিল। তারপর সেই পর পর্যটকদের কাছে বিক্রি করে মোট ২৫ হাজার টাকা আয় করেছিলেন। এখন অনেকেই সংলগ্ন গ্রামে আপেল চাষ পরীক্ষামূলকভাবে করা শুরু করেছেন। আপেল চাষ সফল হলে বাণিজ্যিক দিক থেকে অনেকটাই গুরুত্ব বেড়ে যাবে পাহাড়ের। এতদিন কমলালেবুর টানে দার্জিলিং আসতেন পর্যটকরা, আপেল চাষ সফল হলে আপেলের টানেও আসবেন পর্যটকরা।

আরও পড়ুন -  জাতীয় বাঁশ মিশন জাতীয় সম্মেলনের আয়োজন করেছে