New Vande Bharat Route Fair: নতুন বন্দে ভারত এক্সপ্রেস ১১ টি জেলা দিয়ে যাবে, নতুন রুট, ভাড়া এবং স্টপেজের তালিকা দেখুন

Published By: Khabar India Online | Published On:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল দেশের ১৬ তম বন্দে ভারত ট্রেন উদ্বোধন করলেন। নতুন ট্রেনটি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে কাসারগড় জেলা পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে। মোট ১১ টি জেলা দিয়ে ছুটবে এই ট্রেন। দুই প্রান্তিক স্টেশনের মাঝখানে মোট সাতটি স্টেশনে থামবে। দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, তিরুবনন্তপুরম থেকে ছেড়ে এই ট্রেন কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশূর, শোরানুরজেন, কোঝিকোড় এবং কান্নুর হয়ে শেষে কাসারগড় জেলায় গিয়ে থামবে।

আরও পড়ুন -  Reduce State Taxes: অবিলম্বে জ্বালানি তেলের দাম রাজ্যের ট্যাক্স কমাতে হবে

ভোর ৫:২০ মিনিটে ছাড়বে এই ট্রেন, ফিরতি ট্রেন ছাড়বে দুপুর ২:৩০ মিনিটে।

জানা গিয়েছে বৃহস্পতিবার ছাড়া বাকি সব দিন এই ট্রেন চলবে। ভোর ৫:২০ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছেড়ে বন্দে ভারত কাসারগড় জেলায় পৌঁছাবে দুপুর ১টা ২৫ মিনিটে। দুপুর আড়াইটার সময় ছেড়ে কাসারগড় থেকে ট্রেনটি তিরুবনন্তপুরমে পৌঁছবে, রাত ১০:৩৫ মিনিটে। এই রুটে এর আগে সব থেকে দ্রুততম ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস ১০ ঘন্টা ৪৫ মিনিটে এই পথ অতিক্রম করতে পারত। এই ট্রেন মাত্র ৮ ঘন্টা ৫ মিনিটে এই পথ অতিক্রম করবে।

আরও পড়ুন -  VIDEO: মেট্রো এবং ট্রেনের পর এবার রিল ভাইরাল এয়ারপোর্টে, ভিডিও করল এই ভাবে এই মহিলা

কাসারগড় থেকে তিরুবনন্তপুরমের ভাড়া ১৫২০ টাকা। তার মধ্যে ৩০৮ টাকা ক্যাটারিং চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।  আপনি এক্সিকিউটিভে যান তাহলে এই রুটের ভাড়া ২৮১৫ টাকা। তার মধ্যে ৩৬৯ টাকা ক্যাটারিং চার্জ রয়েছে। যাত্রীরা ট্রেনের টিকিট কাটার সময় যদি খাবার বাদ দিতে বলেন, তাহলে খাবারের টাকা ট্রেনের টিকিট থেকে বাদ যাবে।

আরও পড়ুন -  পাথর ছুড়ে, কাঁচ ভাঙল Vande Bharat ট্রেনে, পশ্চিমবঙ্গে আবার, রেল প্রশাসনের তদন্তের নির্দেশ

তিরুবনন্তপুরম থেকে কাসারগড় জেলা পর্যন্ত রুটে ভাড়া ১৫৯০ টাকা। তার মধ্যে ক্যাটারিং চার্জ ৩৭৯ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এক্সিকিউটিভ এর ভাড়া ২৮৮০ টাকা। তার মধ্যে ক্যাটারিং চার্জ রয়েছে ৪৩৪ টাকা। ট্রেনে ১৬টি করে কোচ থাকবে। রেলপথে দক্ষিণ কেরল থেকে উত্তর কেরলে যাওয়ার এখন সব থেকে দ্রুত উপায় হয়ে উঠল বন্দে ভারত এক্সপ্রেস।