Malaika Arora: আসল সত্যি প্রকাশ পেল, লম্বা হতে চাইলে করতে হবে এই ব্যায়াম, মালাইকার মতন

Published By: Khabar India Online | Published On:

মালাইকা আরোরা জনপ্রিয় অভিনেত্রী। মিডিয়ার আলোতে থাকেন সবসময়ে।  তাকে নিয়ে চর্চা চলতেই থাকে।

কখনো তার পোশাক নিয়ে, কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় আসেন।

বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে। সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চায় এলেন।

 

View this post on Instagram

 

A post shared by DIVA YOGA (@thedivayoga)

অভিনেত্রী নিজের ফিটনেস নিয়ে ভীষণরকম সচেতন। তিনি অনেকে লম্বা হওয়ার জন্য অনেক কিছু পদ্ধতি নিজের ওপর প্রয়োগ করে থাকেন। যদি মালাইকা আরোরার মতো হাইট পেতে চান তাহলে, মনোযোগ দিতে হবে যোগ ব্যায়ামে। সম্প্রতি তদাসনের উপকারিতা সম্পর্কে একটি ভিডিও শেয়ার করে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  ক্ষুব্ধ কাজল দেবগন, অভিনেত্রী টাব্বুর ঘনিষ্ঠতা স্বামী অজয় ​​দেবগনের সঙ্গে, VIDEO VIRAL

তার মতে, যোগাসন নিয়ে সাধারণ মানুষের একটা বদ্ধমূল ধারণা রয়েছে। তবে তদাসনের যে একটা অদ্ভুত উপকারিতা রয়েছে, সেই প্রসঙ্গেই জানিয়েছেন অভিনেত্রী।

এই আসন রক্ত সঞ্চালন উন্নত করে

আরও পড়ুন -  অন্তরঙ্গের ছবি ভাইরাল, রূপসা-সায়নদীপের, ভালোবাসা জাহির ক্যামেরার সামনে জড়িয়ে ধরে

পস্চার উন্নত করে

বৃদ্ধি করে মানসিক শক্তি
এটি এনার্জি বাড়ায়
মনকে শান্ত রাখতে সহায়তা করে
শারীরিক শক্তি বৃদ্ধি করে
বৃদ্ধি করে নমনীয়তা
বদহজমের সমস্যাও কমায়

আরও পড়ুন -  রাস্তায় বেরোলেন প্যান্ট ছাড়াই মালাইকার বোন অমৃতা আরোরা, ওভারসাইজ শার্টে দেখা গিয়েছে