Rajsi Verma অভিনেত্রী, খোলামেলা দৃশ্যে অতিক্রম করলেন সমস্ত সীমা, নেটজনতা পাগল ঝলক দেখে

Published By: Khabar India Online | Published On:

বর্তমান প্রজন্মের কাছে পরিচিত রাজসি বর্মা নামটা। হিন্দি টেলিভিশনের পাশাপাশি একাধিক হট এবং বোল্ড ওয়েব সিরিজে দেখা দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে একাধিক সাহসী দৃশ্যে দেখা গিয়েছে। 

পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি সমানভাবে সাহসী দৃশ্যে ধরা দেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই ঝলক মিলবে।

আরও পড়ুন -  রেশন কার্ডে সুখবর: এবার ১০-জনের বেশি সদস্যদের পরিবারে বাড়তি চাল-গম, বিনামূল্যে বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য সরকার

জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে দেখা মিলেছে রাজসির।

ধারাবাহিকের পাশাপাশি ‘শিখরসুখ’, ‘বায়োলজি টিচার’ এবং ‘বেডিং ডবল ধামাকা’র মতো একাধিক ওয়েব সিরিজে বোল্ড লুকে দেখা গিয়েছে।

২০১৯’এ ‘চামদসুখ’ এবং ‘অক্ষরসুখ’ নাম দুটি ছবিতে অভিনয় করে চর্চায় এসেছিলেন। উল্লেখ্য, বেশিরভাগ দর্শক তাকে সরলা ভাবী হিসাবেই সম্মোধন করেন।

আরও পড়ুন -  বিশাল অঙ্কের টাকা এবং বেশ কিছু পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ

 ২০১৬’তে ‘বেইমান লাভ’ এবং ২০১৮’তে বিক্রম ভট্টের ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সবকটি সিরিজেই একধিক সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের অভিনীত ‘পালাঙ্গ তোর ডবল ধামাকা’য় বোল্ডনেসের সমস্ত সীমা রীতিমতো পার করে গিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি আবারো সেই সূত্র ধরেই নেটদুনিয়ার পাতায় পুনরায় চর্চিত রাজসি। সেই সিরিজেরই বেশ কিছু ঝলক উঠে এসেছে চর্চায়।

আরও পড়ুন -  Dipanwita Rakshit: নতুন ব্যবসা শুরু খুকুমণির, ওরফে দীপান্বিতা রক্ষিত

এই সিরিজে অভিনেত্রী প্রয়োজনের থেকে অতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন। সেকথা মানেন সমগ্র দর্শকমহল। সিরিজে অভিনেত্রীর বোল্ড অবতার রীতিমতো একাংশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল।