VIDEO: আতঙ্ক সৃষ্টি করলেন বরুণ ধাওয়ানের ভাগ্নি, ক্যাটরিনা কাইফকে পরাজিত করেছেন নাচে

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তিনি সফল হন।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Weather Update: ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, প্রবল বৃষ্টির সতর্কতা জারি ৩ জেলায়

সম্প্রতি অঞ্জিনি ধাওয়ান নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের কাছে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম।

 

View this post on Instagram

 

A post shared by Anjini Dhawan (@anjinidhawan)

সম্প্রতি অঞ্জিনি ধাওয়ান ‘রেস’এর গানের তালে তাল মিলিয়েই চর্চায় উঠে এসেছেন। ‘রেস’এর ‘খোয়াব দেখে’ গানের তালে নিজের দুই সঙ্গীর সাথে একটি ডান্স স্টুডিওতেই সাম্প্রতিক এই রিল ভিডিওটি বানিয়েছেন।   ভিডিওটি বানানোর সময় তিন যুবতীই কালো স্পোর্টস ব্রা এবং কালো শর্টসে ছিলেন। পায়ে স্নিকার্সও পরেছিলেন তারা। নিজেদের নাচের সূত্র ধরে পর্দার ক্যাটরিনা কাইফকেও যে তারা রীতিমতো টেক্কা দিয়েছেন, সেকথা মানছেন নেটজনতা।

আরও পড়ুন -  Weather Update: আসছে ভয়ংকর গরম, ৩৫ অতিক্রম মার্চের শুরুতেই, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস

অবশ্য ভাইরাল হওয়া ভিডিওতে তাদের নাচের দক্ষতায় নজর রাখলেই, তা স্পষ্ট হবে। তিনি যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, সেকথা আর আলাদাভাবে বলার নয়।

আরও পড়ুন -  ভাইরাল ছবি, অরুনিতা-পবনদীপ আবার একসাথে