Karan-Tejasswi: তেজস্বী ও কারণের অনিয়ন্ত্রিত চুম্বন পার্টিতে, ভাইরাল প্রেমের মুহূর্ত, VIDEO

Published By: Khabar India Online | Published On:

তেজস্বী প্রকাশ বিগ বস ১৫’র বিজয়িনী ছিলেন। হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত এবং জনপ্রিয়।  মৌনি রায়ের পর নাগিন ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা মিলেছে তেজস্বী প্রকাশের।

২০১২ সাল থেকে অভিনয় দুনিয়ায় রয়েছেন তিনি। কালার্স টিভির ‘স্বরাগিনী’ ধারাবাহিকে অভিনয়ের সূত্র ধরেই দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বিগ বসে অংশগ্রহণের তার সেই জনপ্রিয়তা বেড়ে যায় দ্বিগুণ।

বিগ বসের ঘর থেকেই তার সাথে নাম জড়িয়ে ছিল কারাণ কুন্দ্রার। তার সাথে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন সেই জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছিল। সেইসময় থেকেই নিজেদের সম্পর্কের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তারা।

আরও পড়ুন -  VIRAL: অভিনেত্রী পার্টিতে মাতাল হয়ে প্রেমিকের সঙ্গে এমন কাজ করছিলেন, লোকে বলল ‘বেডরুমে যাও’

পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময় টিকে থাকে তাদের উপর। সম্প্রতি তাদের সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। একটি পার্টিতে একে অপরকে জড়িয়ে চুম্বন করতে দেখা গিয়েছে তাদের।

আরও পড়ুন -  Raj Kundra: ‘বিগ বস’ র প্রতিযোগীদের পর্নোগ্রাফিতে কাজ করানোর টার্গেট করেছিলেন, অভিযোগ মডেলের !

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেজস্বী এবং কারাণকে নিজের ঘনিষ্ঠমহলের সাথে পার্টি করতে দেখা গিয়েছে। সেখানেই হিট ডিজে গানে মত্ত ছিলেন তারা। সেখানে একে অপরের দিকে তাকিয়ে নাচতেও দেখা গিয়েছে। নাচতে নাচতেই একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করার পাশাপাশি রোমান্সও করতে দেখা গিয়েছে। 

 তাদের সেই চুম্বনের একাধিক ঝলক টুইটারের সূত্র ধরেই রীতিমতো ভাইরাল গোটা নেটদুনিয়ায়। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ার এই সেনসেশনাল জুটি এখন নিজেদের চুম্বনের ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই চর্চিত হলেন।

আরও পড়ুন -  VIRAL: খেসারি লাল যাদব ও কাজলের উষ্ণ রোম্যান্সের তাপ দেখে আপ্লুত ভক্তকুল, ইউটিউবে ভাইরাল হলো ভিডিও