নজর কেড়েছেন‌ অভিনেত্রী Monalisa, কমলা ওয়ান পিসেই, মুগ্ধ করবে সৌন্দর্যে, PHOTOS VIEW

Published By: Khabar India Online | Published On:

মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরু।

বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। এখন তিনি হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি একজন ভালো অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন।

আরও পড়ুন -  আবার শিরোনামে দিশাযৌন পল্লীর নাম, গ্রাহকদের কাছ থেকে মারধর করে অতিরিক্ত টাকা আদায়

নিজের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া।

নিজের পরিবার এবং স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

আরও পড়ুন -  Anveshi Jain: জলকেলিতে মত্ত অন্বেষী, সমুদ্রের হাঁটু জলে, অভিনেত্রী গোলাপি মনোকিনিতে হুঁস ওড়ালেন

খুব সম্প্রতি জিও স্টুডিও আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মোনালিসা। সেখানে উপস্থিত ছিলেন একাধিক ছোট বড়-তারকারাও। ঐদিন কমলা রঙের একটি ওয়ান সাইডেড অফশোল্ডার ওয়ানপিসে ছিলেন অভিনেত্রী। টপনটে মানানসই দুল পরেছিলেন কানে। নুড গ্লসি মেকাপ। 

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

পরেছিলেন মানানসই রূপালী রঙের হাই হিল। সাথে ঠোঁটে বজায় রেখেছিলেন হাসি, যা দেখে আবারো ঘায়েল একাংশ। সেই ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। নিজের ক্যাপশনের সূত্র ধরে জিও স্টুডিওর গোটা টিম এবং তার লুক সেট করার জন্য সকলকে ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন -  নতুন মোবাইল সেট না দেওয়াতে আত্মহত্যা করল স্ত্রী