গ্রাম বাংলার অতি পরিচিত মেলা গাজন মেলা

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ  গ্রাম বাংলার অতি পরিচিত মেলা গাজন মেলা।

গ্রাম বাংলার পরিচিতির মেলা গুলির মধ্যে অন্যতম, গাজন মেলা। মূলত শিব ঠাকুর কে কেন্দ্র করে এই মেলার আয়োজন। হিন্দু শাস্ত্র অনুযায়ী সৃষ্টির দেবতা মহাদেব আবার ধ্বংসের দেবতাও তিনি। গাজন শুরু হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে, তবে মূল আকর্ষণ থাকে নীল পূজো ও চৈত্র সংক্রান্তির দিন। গ্রামবাংলায় দুই ধরনের গাজন হয়ে থাকে, শিবের গাজন ও ধর্মের গাজন।

আরও পড়ুন -  ব্যাপক নাচ করলেন মোনালিসা ক্লিভেজ দেখিয়ে আবেদনময়ী কায়দায়, সেই ভিডিও ভাইরাল

শিবের গাজনে আরাধ্য শিব, ধর্ম গাজনের ক্ষেত্রে যমরাজ। নারী পুরুষ সবাই এই পূজার ব্রতী হতে পারেন। কেউ পাঁচ দিনের জন্য কেউ ১৫ দিনের জন্য। সন্ন্যাস গ্রহণ করতে হয় ব্রতচারীদের। ত্যাগ ভক্তি বেদনা দিয়ে ব্রতচারীরা তাদের আরাধ্যকে পুজো করে থাকেন।

আরও পড়ুন -  Long March: ইমরান খানের লংমার্চ, ২৫ মে ইসলামাবাদে