Dance Video: দুর্দান্ত নাচ ‘মহড়া’র গানে যুবতীর, প্রশংসা নেটমহলে ভাইরাল হতেই

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের কাছে চলে যাচ্ছেন তাঁর প্রতিভা।

সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তিনি সফল হন।

আরও পড়ুন -  Viral: এই খুদে পিছিয়ে নেই, শ্রীদেবীর গানে মন মাতালেন, আপনাকে অবাক করবে মুখের ভাবভঙ্গি

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সম্প্রতি তেমনি খুশি যাদব নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়েছে।  

খুশি যাদব নিজের নাচের প্রতিভার সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত হচ্ছেন। অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডন অভিনীত ‘মহড়া’র গানে ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই এদিন নিজের বাড়ির ছাদে নৃত্য পরিবেশন করেছিলেন তিনি।

আরও পড়ুন -  ভারতীয় বিমানবাহিনীতে রাফায়েলের অন্তর্ভুক্তি

হলুদ শাড়ি এবং কমলা ব্লাউজেই দেখা মিলেছিল তার। জল ছিটিয়েই তৈরি করেছিলেন উপযুক্ত পরিবেশ। তার দক্ষ নৃত্য পরিবেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটজনতার একাংশও। তাদেরই একাংশের মত, খুশি নিজের নাচের প্রতিভার সূত্র ধরে টেক্কা দিয়েছেন পর্দার রবীনা ট্যান্ডনকেও।