Weather Update: পুড়বে বাংলা চৈত্রের শেষে, আবহাওয়ার কি রকম আগামী কয়েকদিন?

Published By: Khabar India Online | Published On:

বাংলার বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা। ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের।

বৃদ্ধি পাবে তাপমাত্রা। আগামী তিন চার দিনের মধ্যে দুই থেকে চার ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে তাপমাত্রা। ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উপকূল সংলগ্ন এলাকায় হতে পারে তাপপ্রবাহ।

সোমবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ থেকে ৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রী বেশি তাপমাত্রা থাকতে পারে। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন -  Winter: শীতের আমেজ অনুভব করতে শুরু করেছে পুরো বঙ্গবাসী

দক্ষিণবঙ্গের দু একটি জেলায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সব থেকে বেশি তাপমাত্রা ছিল বিধাননগরে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। অন্যদিকে উত্তরবঙ্গের মালদহে গতকাল শুক্রবার ছিল সর্বোচ্চ তাপমাত্রা। সেখানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন -  উত্তরে ভারী বৃষ্টিতে ভিজে যাচ্ছে, দক্ষিণে মাত্র ছিটেফোঁটা, আবহাওয়া বদল কবে হবে দক্ষিণবঙ্গে?

গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম হাওয়া দিতে পারে।

১০ এপ্রিল থেকে ১৫ই এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ৪০ ডিগ্রী ছাড়িয়ে যাবে তাপমাত্রার পারদ। এই সময় বাইরে বেরোলে সুতির জামা পরা ও বেশি জল খাবার পরামর্শ দিচ্ছে আবহাওয়াবিদরা। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে যতটা সম্ভব কম থাকা যায় ততটাই ভালো।

আরও পড়ুন -  Weather Update: তাপমাত্রার পারদ ছাড়ালো ৪৪ একটি জেলায়, ৪০ ডিগ্রি তাপমাত্রা কবলে ১৪ টি জেলায়, বাংলা হাঁসফাঁস করছে

কলকাতায় আজ শুক্রবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জলীয়বাষ্প বৃদ্ধি পেলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েক দিন শুকনো গরম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ৩৮ ডিগ্রি ছাড়িয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি।