Lebanon: দক্ষিণ লেবানন থেকে ৩০টি রকেট নিক্ষেপ, ইসরাইলি হামলার জবাবে

Published By: Khabar India Online | Published On:

ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সরকারি টিভি চ্যানেল কেএএন জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় গালিলে এলাকার বিভিন্ন স্থাপনার ওপর এসব রকেট আঘাত করে। কিছু মানুষ আহত ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন -  Bhojpuri Song: ভাইরাল খেসারি লাল ও শিল্পী রাজের নতুন হিট গান ‘ঈকা করেলু’, ইউটিউবে ঝড় তুলেছে রোমান্সে ভরপুর ভিডিও

ইসরাইলি সেনারা জানিয়েছে, লেবানন থেকে ইসরাইল অভিমুখী ৩৪টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, মাত্র ৫টি রকেট ভূমিতে আঘাত হেনেছে ও বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

আরও পড়ুন -  দেশটি প্রচণ্ড শক্তিশালী এক ভূমিকম্পের কবলে পড়েছে, জারি সুনামি সতর্কতা!

লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া এবং জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরাইলি পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো অনেক নীচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে।

আরও পড়ুন -  ৩ বছর হল ২ জনের জীবন পূর্ণ, রাজ - শুভশ্রী, কিছু অনুষ্ঠান করলেন না, এই কঠিন সময়ে

লেবাননের কোনো গ্রুপ ইসরাইলে রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও মঙ্গলবার আল-আকসা মসজিদে হামলার রাতেই হিজবুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল।

সুত্রঃ পার্সটুডে