Chemical Factory: শিলিগুড়িতে ভরদুপুরে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে ভরদুপুরে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড।

বৃহস্পতিবার ভর দুপুরে শিলিগুড়িতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে এদিন আশিঘর সংলগ্ন ভোলানাথ পাড়ায় অবস্থিত রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন -  Weather Update: দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি, গভীর নিম্নচাপের আশঙ্কা, বন্যার সতর্কতা!

সূত্রে খবর মিলেছে প্রথমে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই কারখানা থেকে কালো ধোঁয়া দেখতে পান, এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর শোনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। চারটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযোগ উঠেছে, কারখানাটিতে কোনরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই কারণে দমকল বিভাগকে আগুন নিভাতে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে। এক এক করে তিনটি গুদমে দাউদাউ করে আগুন লেগে যায়।

আরও পড়ুন -  Viral Video: হলুদ শাড়িতে ইন্টারনেট কাঁপালেন ‘দেশি ভাবী’, গ্ল্যামারাস লুকে মুগ্ধ নেটদুনিয়া

প্রসঙ্গত গুদামের ভিতরে তারপিন তেল মজুত ছিল , অনুমান করা হচ্ছে সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ঠিক কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন -  ১৫ই মার্চ হাকিমপাড়া শিশু উদ্যানে, আনন্দধারার বসন্ত উৎসব - ২০২২