39 C
Kolkata
Wednesday, April 24, 2024

কবিতা লেখার জন্য ফিজির হাই কমিশনের তরফ থেকে বিশেষ সম্মান পেল শিলিগুড়ির দীপমালা

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   অসাধারণ কবিতা লেখার জন্য ফিজির হাই কমিশনের তরফ থেকে বিশেষ সম্মান পেল শিলিগুড়ির দীপমালা।

বিশ্বের দরবারে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল দীপমালা শর্মা। তার অসাধারণ সুন্দর কবিতা লেখার জন্য ফিজির হাইকমিশনের থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে দীপমালা শর্মাকে।।

আরও পড়ুন -  Aindrilla: ঐন্দ্রিলা মাকে হারালেন, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট

শিলিগুড়ি পুরো নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপমালা শর্মা। পিতার নাম প্রেম শর্মা, মায়ের নাম স্বর্গীয় আশা দেবী শর্মা। দীপমালা শর্মার তিন দিদি রয়েছে। শিলিগুড়ি কলেজ অফ কমার্স থেকে স্নাতক দীপমালা।  ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি অসাধারণ ঝোঁক তার। পরিবারের সকল সদস্য বিশেষ করে তার বাবা প্রেম শর্মার অনুপ্রেরণায় তার এই সাফল্য, এই কথা অকপটে স্বীকার করেছে দীপমালা। আজ ভারতীয় সময় সকালে ফিজির হাই কমিশনের তরফ থেকে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।

আরও পড়ুন -  Rath Yatra Festival: করোনা- কে ক্লিন বোল্ড করে, দু'বছর পর রথযাত্রা উৎসব, শিলিগুড়ির ইসকন মন্দিরে

Latest News

এই গরমে আমের উপকারিতা কি?

এই গরমে আমের উপকারিতা কি? আমের উপকারিতা: আমরা জানি আম "ফলের রাজা" হিসেবে পরিচিত। এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img