Small Savings Schemes: বড় পরিবর্তন পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধির নিয়মে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্দেশ জারি করলেন

Published By: Khabar India Online | Published On:

যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মহিলা সম্মান যোজনা ও পোস্ট অফিসে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করে থাকেন তাহলে এই খবরটি পড়ুন।

এই প্রকল্পগুলিতে বিনিয়োগকারীদের জন্য সরকারের নিয়ম পরিবর্তন হতে চলেছে নতুন আর্থিক বছর থেকে। ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পের বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ড ও আধার কার্ড জরুরী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন -  ডিমের কাটলেট রেসিপি - সহজ এবং মচমচে উপহার!

অর্থ দপ্তরের জারি করা নোটিফিকেশনে জানানো হয়েছে, এই পরিবর্তনগুলিকে সরকার কর্তৃক জারি করা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের জন্য কেওয়াইসি হিসেবে ব্যবহার করা হবে। আগে আপনি আধার নম্বর ছাড়াই এই সমস্ত সঞ্চয় প্রকল্পে টাকা জমা করতে পারতেন। এবার থেকে অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, যেকোনো ধরনের বিনিয়োগ করার আগে বিনিয়োগকারীদের আধার তালিকাভুক্ত নম্বর জমা করতে হবে। এছাড়াও একটি সীমার উপরে বিনিয়োগের জন্য আপনাকে প্যান কার্ড দেখাতে হবে।

আরও পড়ুন -  Budget News: বড় ঘোষণা করলেন নির্মলা সীতারমণ, KYC এর জন্য লাগবে শুধু প্যান কার্ড

পোস্ট অফিস সেভিংস প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনার আধার কার্ড না থাকে তবে আপনাকে আধারের জন্য তালিকাভুক্তির স্লিপ এর প্রমাণ জমা দিতে হবে। বিনিয়োগকারীকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের বিনিয়োগের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। একাউন্ট খোলার ছয় মাসের মধ্যে আপনাকে এই কাজ সম্পূর্ণ করতেই হবে। এখন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট খোলার সময় আপনার এই নথিগুলি অত্যন্ত প্রয়োজন হবেঃ

আরও পড়ুন -  নতুন প্রকল্প শুরু করেছে সরকার, গরীব পরিবারগুলির জন্য, আর্থিক সাহায্য পাওয়া যাবে

১. পাসপোর্ট সাইজ ছবি
২. আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ
৩. প্যান নম্বর

যদি বিদ্যমান বিনিয়োগকারীরা ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড জমা না দেন, তাহলে এক অক্টোবর ২০২৩ থেকে তাদের অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হবে ভারত সরকারের থেকে।

ফাইল ছবি