30 C
Kolkata
Wednesday, May 15, 2024

IPL Opening-2023: আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন হয়ে গেল জাঁকজমকভাবে, সাথে রশ্মিকার ধামাকা

Must Read

জাঁকজমকভাবে উদ্বোধন হয়ে গেল আইপিএলের আসর। শুক্রবার আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের প্রখ্যাত তারকারা।

অরিজিৎ সিং গাইলেন, মন্ত্রমুগ্ধের মতো মাতোয়ারা হলেন লাখো দর্শক। ব্রক্ষ্মাস্ত্র সিনেমার কেশরিয়া দিয়ে শুরু, এরপর অরিজিৎ কণ্ঠে একে একে এলো চান্না মেরে অ্যা হয়ে কবীরার মতো সুপারহিট গান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মঞ্চ মাতালেন দক্ষিণি সিনেমার তারকা রাশ্মিকা মান্ধানা থেকে তামান্না ভাটিয়া। নাচলেন, কোমরের তালে তালে সবাইকে নাচালেন। সবশেষ এলো ট্রফি, আলোর ঝলকানির মাঝে রথে চড়ে মঞ্চে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়া। আকাশে ফুটল আতশবাজি, আলোর রোশনাইয়ে ভরে গেল মাঠ।

আরও পড়ুন -  মূল্যবৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের

তামান্না, রাশ্মিকা এবং অরিজিৎয়ের মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের পর হার্দিক-ধোনিদের ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই। আইপিএলের পর্দা ওঠার দিনটি রাঙিয়ে দিলেন বিনোদন এবং স্পোর্টসের বড় সব মুখ। প্রথমের নামটি ছিল অরিজিৎ সিংয়ের, বলিউডের সুপার হিট তারকা শুরুতেই গাইলেন গুজরাটি গান। তারপর ‘রাজি’ সিনেমার গান। শুধু মঞ্চেই নয়, পুরো স্টেডিয়াম গলফ কার্টে করে ঘুরলেন, গাইলেন, দর্শকদের মাতালেন। লম্বা-চওড়া হাসিতে নিজেও মাতলেন। অরিজিৎয়ের পাঠ চুকার পর তেলেগু, গুজরাটিসহ একাধিক ভাষার সুপারহিট গানে কোমর দোলালেন তামান্না ভাটিয়া।

আরও পড়ুন -  রাজা হবেন চার্লস এই মুকুট পরে, শতবর্ষের পুরনো রীতি অনুযায়ী

সবচেয়ে আকর্ষণের রাশ্মিকা এলেন শেষের দিকে, পুষ্পা সিনেমার ‘সামি সামি’ গানে শুরুর পর নাচলেন ‘শ্রীবল্লি’ গানে। অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে নাচলেন, পুরো স্টেডিয়ামে তখন উচ্ছ্বাসের জোয়ার। রাশ্মিকায় যখন মুগ্ধ স্টেডিয়াম, তখন মাঠে ঢুকে উত্তেজনার পারদ চাপিয়ে দেন ধোনি এবং হার্দিক। রথে চড়ে আসেন উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক। এর আগেই মঞ্চে জায়গা করে নিয়েছিল ট্রফি। ১০টি দল যেটি উঁচিয়ে ধরার জন্য লড়বে একে-অন্যের বিপক্ষে।

আরও পড়ুন -  Partha-Arpita: অর্পিতা মুখোপাধ্যায় ঠকিয়েছেন, পার্থকে পেয়ে

ছবিঃ সংগৃহীত

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img