সুন্দরী যুবতী অস্কার পাওয়া গান, ‘নাতু নাতু’, ফাটিয়ে নাচলেন, নেটজনতার প্রশংসা, VIDEO

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছেন।

ফলও পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন।

আরও পড়ুন -  Urfi Javed: হারিয়ে যাচ্ছে সেই সব জিনিস মনে করালেন উরফি, বাঁশের ঝুড়ি পোশাক বানিয়ে

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি তেমনি সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত পেয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

আরও পড়ুন -  History Of Cinema: সিনেমার ইতিহাসে রেকর্ড, কেজিএফ: চ্যাপ্টার টু

সম্প্রতি সোনামিকা ২০২৩’এর অস্কার জয়ী ‘আরআরআর’এর গান ‘নাতু নাতু’র তালেই ফাটিয়ে নেচেছেন বাড়ির ছাদে। সেটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে ছোট ভিডিও রিল আকারেই শেয়ার করে নিয়েছিলেন সোনামিকা।

‘নাতু নাতু’তেই খোলা আকাশের নীচে নিজের বাড়ির ছাদেই নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। নৃত্য পরিবেশনের সময় তার পরনে সবুজ তাঁতের শাড়ি ও লাল ফুলস্লিভ ব্লাউজ ছিল। অলংকারে সুন্দর করেই সেজেছিলেন সোনামিকা। এই মুহূর্তে তার নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে।

আরও পড়ুন -  Dance Video: দারুন শরীরী আবেদন এই যুবতীর ভোজপুরি গানে, নেটভক্তরা ‘উফ’ বলছে

যার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত তিনি।