Weather Forecast in Bengal: আবহাওয়ায় বড় বদল রবিবার, ঝড় বৃষ্টির পূর্বাভাস কোথায়?

Published By: Khabar India Online | Published On:

আবারও রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি থাকলেও সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি এলাকায। শনিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে।

রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা।

আরও পড়ুন -  নিম্নচাপ দুর্বল হচ্ছে, কিন্তু বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা

অপরদিকে, উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা, দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী চার-পাঁচ দিন পর্যন্ত সিকিম এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। কিন্তু রবিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ভ্যাপসা গরম

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল শুক্রবারই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কম।

আরও পড়ুন -  Suhana Khan: জয় নাইটদের, উল্লাস শাহরুখ কন্যা সুহানা

প্রতীকী ছবি