Suhana Khan: শাহরুখ কন্যা দুধ সাদা দড়ি বাঁধা পোশাকে বোল্ড, ঘায়েল তার চাহনিতেই নেটদর্শকরা

Published By: Khabar India Online | Published On:

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলেব কিড সুহানা খান। ছোট থেকেই শাহরুখ খানের সূত্র ধরে চর্চায় থাকেন। বলিউডের কিং খান তিনি। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত প্রথম সারির অভিনেতা কিং খান।

খুব সম্প্রতি তিনি পর্দায় ফিরেছেন ‘পাঠান’এর সূত্র ধরেই। আপাতত মিডিয়াতে চর্চায় রয়েছেন তার কন্যা সুহানা খান। উল্লেখ্য, খুব শীঘ্রই অভিনয় জগতেও পা রাখতে চলেছেন।

আরও পড়ুন -  Relief: ত্রাণ নিয়ে সিলেটের পথে মাহি, সাথে স্বামী রাকিব

জোয়া আখতার পরিচালিত ‘দ্যা আর্চিস’এ খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলতে চলেছে তার। ইতিমধ্যেই ছবিতে তার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

নেটফ্লিক্সের পর্দায় দেখা যাবে ছবিটি। কমিক ক্যারেক্টার ‘আর্চি অ্যান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ছবিটি। গতবছর ১৮’ই এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং।

আরও পড়ুন -  Sara Tendulkar: শচীন কন্যা সারা টেন্ডুলকার, শীঘ্রই বলিউডে আসবেন

এই মুহূর্তে নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চায় শাহরুখ কন্যা। এদিন দুধ সাদা দড়ি বাঁধা পোশাকে নিজের টোনড্ বডি শো-অফ করেছেন তিনি। তুলেছেন একাধিক ছবিও। নুড মেকাপে স্মোকি আই মেকাপ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন -  সালমান খান এবার সিনেমা জগৎ থেকে বিরতি নিতে পারেন, ভাইজানকে রূপালী পর্দায় আর দেখা যাবে না?

 চুলে ছিল হালকা অগোছালো ভাবও। নিজের এই বোল্ড ঝলকের সূত্র ধরে নজর কেড়েছেন শাহরুখ কন্যা। তাপমাত্রা বাড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার। ঘুম উড়িয়েছেন একাংশের। শাহরুখ কন্যার শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই সেকথা স্পষ্ট হবে।