উষ্ণ রোম্যান্স করলেন আম্রপালি দুবে খেসারি লালের সঙ্গে, সামনে এসেছে (VIDEO)

Published By: Khabar India Online | Published On:

খেসারি লাল যাদব এবং খুশবু জৈন একটি জনপ্রিয় জুটি ভোজপুরি সিনেমা জগতে। এই জুটির সিনেমা ও গান সব সময় সুপারহিট। ইউটিউবে এই জুটির সমস্ত পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা।

ইতিমধ্যেই এই জুটি ভোজপুরি সিনেমা জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এমন আছেন যারা এই জুটির পারফরম্যান্স দেখতে পছন্দ করেন।

আরও পড়ুন -  Bhojpuri Video: খেসারি লাল যাদবের সঙ্গে ঘনিষ্ঠ রোমান্স কাজল রাঘওয়ানির, এই ভিডিও প্রায় ১ বিলিয়নের বেশি মানুষ দেখেছেন

 সম্প্রতি এই জুটির একটি নতুন গান রিলিজ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। গানটি রিলিজ হয়েছে কিছুদিন আগেই। এই গানে দুজনের অভিনয় নজর কেড়েছে।

মিউজিক ভিডিওতে একেবারে নতুন বউয়ের মত সেজে আছেন। পরনে রয়েছে লাল রংয়ের দামি শাড়ি ও রয়েছে গলায় সোনার গয়না। আবার খেসারি লাল যাদব পরে রয়েছেন একটি কুর্তা পাজামা। দু’জনকেই দুর্দান্ত লাগছে এই গানে। গানটির নাম হল ‘শাড়ি কে পেলেট’। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়েছে।

আরও পড়ুন -  Video: ধানক্ষেতের মধ্যে আম্রপালিকে নিয়ে দুরন্ত রোম্যান্সে মাতামাতি নিরাহুয়া, শুরু করলেন দুষ্টুমি

ভিডিওতে আম্রপালি দুবে ও খেসারি লাল যাদব এর কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। দুজন হলেন এমন তারকা যারা নিজেদের প্রত্যেকটি গান ও ভিডিওতে নিজেদের সেরা পারফর্মেন্স দিয়েছেন।

আরও পড়ুন -  Dance Video: ঘনিষ্ঠ ভাবে নাচ করলেন নিরাহুয়া-আম্রপালি, তাই দেখে ঘুম নেই ভক্তদের, সেই ভিডিও দেখুন

নতুন গানেও তাদের পারফরম্যান্স একেবারেই পাল্টায়নি। তারা নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছেন। এই ভিডিওটি এন্টার ১০ রঙ্গিলা ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়েছে।