কোয়ার্টার ফাইনালে কার প্রতিপক্ষ কে? সূচি ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

সূচি ঘোষণা উয়েফার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চেলসি। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে জার্মানির জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

শুক্রবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালির ক্লাব নাপোলি। মুখোমুখি এসি মিলান।

আরও পড়ুন -  Urfi Javed Oops Moment: উরফি জাভেদের শাড়ি হাওয়ায় উড়ে গেল, অভিনেত্রী উপস মোমেন্টের শিকার

সূচি অনুযায়ী বেনফিকার মুখোমুখি হবে ইন্টার মিলান। ১১ এবং ১২ এপ্রিল প্রথম লেগের খেলা। দুটি সেমিফাইনালের দিনক্ষণও জানিয়ে দেয়া হয়েছে। দুটি সেমি ফাইনালের প্রথম লেগের খেলা হবে ৯-১০ মে। দ্বিতীয় লেগের খেলা হবে ১৬-১৭ মে।

আরও পড়ুন -  Tuchel: অজুহাতে শীর্ষে চেলসি বস থমাস টুখেল

২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল চেলসি। আকর্ষণের কেন্দ্রে হয়তো থাকবে পেপ গার্দিওলার ম্যান সিটি বনাম বায়ার্ন মিউনিখের মহারণ। বায়ার্নকে ধার দেয়া নিজের ক্লাবের খেলোয়াড় হোয়াও ক্যানসেলোকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন গার্দিওলা।

উল্লেখ্য, এসি মিলান শেষ বার ট্রফি জিতেছিল ২০০৭ সালে। ২০১০ সালে খেতাব জয় ইন্টার মিলানের। বেনফিকা জিতেছিল সেই ১৯৬২ সালে। সেই সময় অবশ্য প্রতিযোগিতার নাম ছিল ইউরোপিয়ান কাপ। অনেক বছর পর দুই মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে। নাপোলিরও প্রথমবার উঠেছে।

আরও পড়ুন -  শিবের মাথায় জল ঢালায় ব্যস্ত ভক্ত রায়পুরের-চাঁন্দুডাঙ্গা শিব মন্দিরে

ছবিঃ গোল