China: শি জিনপিং, রাশিয়া সফরের পরিকল্পনা করছেন

Published By: Khabar India Online | Published On:

তৃতীয়বারের ক্ষমতায় বসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা করছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের তথ্য অনুযায়ী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব দেয়ার পরই প্রেসিডেন্টের সফরের এ পরিকল্পনার কথা জানা যায়। রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে এ প্রস্তাব নিয়ে পশ্চিমাদের মাঝে অবশ্য সংশয় দেখা দিয়েছে।

আরও পড়ুন -  Asian Games: স্থগিত এশিয়ান গেমস

রাশিয়ার বার্তা সংস্থা তাস গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এই বসন্তে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছিল, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর করতে পারেন শি।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট শি’র মস্কো সফরের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিনও। শি জিনপিং সফর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সে সময় শি’র সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।

আরও পড়ুন -  Cristiano Ronaldo: অধিনায়ক রোনালদো, মেসি-নেইমারের বিপক্ষে আরও একবার

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এক বছর হয়ে গেল। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার কোনো নিন্দা জানায়নি চীন। এমনকি মস্কোর বিরুদ্ধে পশ্চিমা জোটের দেয়া নিষেধাজ্ঞায়ও সায় দেয়নি বেইজিং। শুরু থেকেই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে।

ছবিঃ সংগৃহীত