32 C
Kolkata
Tuesday, May 14, 2024

Thailand: ভর্তি ২ লাখ মানুষ হাসপাতালে থাইল্যান্ডে, তীব্র বায়ুদূষণ

Must Read

থাইল্যান্ডে গত এক সপ্তাহে ২ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন তীব্র বায়ু দূষণের জেরে। কর্তৃপক্ষ বলছে, ঘন ধুলোর চাদরে ঢেকে গেছে রাজধানী ব্যাংকক।

বার্তাসংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাই রাজধানী ব্যাংককে প্রায় ১১ মিলিয়ন মানুষের বসবাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্যস্থল থাইল্যান্ড। গত কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প নির্গমনসহ বেশ কিছু কারণে আকাশ ঢেকে গেছে ধুলার চাদরে।

আরও পড়ুন -  Air Pollution: ভারতের দিল্লি, বিশ্বের দূষিত ১০ শহরের মধ্যে

জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তীব্র বায়ু দূষণের ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি মানুষ। উত্তরাঞ্চলের শহর চিয়াং মাইয়ের অবস্থা আরও বেশি শোচনীয়। কৃষি প্রধান এ অঞ্চলে কৃষকেরা ফসল পোড়ানোর ফলে বছরের একটি সময় সৃষ্টি হয় এ অবস্থার।

আরও পড়ুন -  Actress Madhavi Mukherjee: অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু এবং অন্তঃসত্তা নারীদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কেউ বাইরে গেলে তাদের অবশ্যই উচ্চমান সম্পন্ন এন৯৫ মাস্ক পরতে বলা হয়েছে।

আরও পড়ুন -  ক্রিকেটার অশ্বিন, Retire নিতে চলেছেন

জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকে আরও একবার বায়ু দূষণ চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img