Tripura: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা, দ্বিতীয় দফায় ত্রিপুরায়

Published By: Khabar India Online | Published On:

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মানিক সাহা। ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে জয় পায় বিজেপি। মানিক সাহা এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন।

বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ অনুষ্ঠান হয়। মানিক সাহার সঙ্গে শপথ নেন মন্ত্রিসভার আরও আট সদস্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপির সভাপতি জেপি নদ্দা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন -  Thudarum OTT release date: মোহনলালের ব্লকবাস্টার হিট ‘থুদারুম’ আসছে ওটিটিতে, জেনে নিন কোথায় ও কখন দেখবেন

হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিজেপির সাফল্যের ‘রূপকার’ হিসেবে অভিহিত করেছে গণমাধ্যম এনডিটিভি।

এ শপথ অনুষ্ঠানে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ও সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাংও উপস্থিত ছিলেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব দেব। আগের মেয়াদে তাকে সরিয়েই মানিককে দায়িত্ব দিয়েছিল দল।

আরও পড়ুন -  SPORTS: ইস্ট বেঙ্গল ফ্যানেদের জন্য সুখবর, দলে যোগ দিলেন নতুন বিদেশী খেলোয়াড়

আগের সরকারের চারজন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। তিনজন বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিজেপির জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) নির্বাচনে ভরাডুবির মুখোমুখি হলেও তাদের একমাত্র বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দিয়েছে বিজেপি।

আরও পড়ুন -  Pakistan: নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার ৩৪ সদস্য আজ শপথ নিবেন

আসন এবং ভোট সংখ্যা কমলেও নির্বাচনে ৩২টি আসনে জয় নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। প্রাক্তন  ক্ষমতাসীন দল সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে নির্বাচন করে ১৪টি আসন পায়। সিপিএম ১১টি এবং কংগ্রেস  ৩টি আসন।

নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতার প্রতিবাদে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে সিপিএম এবং কংগ্রেস।

ছবিঃ সংগৃহীত