পুরো ক্ষেত পুড়িয়ে দিলেন বাজারে পেঁয়াজের দাম না পেয়ে। মহারাষ্ট্রের কৃষ্ণা ডোংরে নামের এক কৃষক। পাশাপাশি রক্ত দিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে। চিঠিতে ‘পেঁয়াজ ক্ষেত পোড়ানো উৎসবে’ আমন্ত্রণ জানান তাকে।
ওই কৃষকের মতে, চাষিদের এমন দুর্দশার জন্য মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার দায়ী।
পেঁয়াজ চাষি কৃষ্ণা জানান, ন্যায্য মূল্য না পেয়ে দেড় একর পেঁয়াজ ক্ষেত পুড়িয়ে দেন। কৃষ্ণার অভিযোগ, পেঁয়াজ চাষে খরচ হয়েছিল দেড় লাখ টাকা। বিক্রির জন্য ওই ফসল বাজারে নিতে খরচ হয়েছে আরও ৩০ হাজার টাকা। কিন্তু বাজারে নিয়ে পেঁয়াজের দাম ওঠে মাত্র ২৫ হাজার টাকা।
কৃষ্ণার দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের এমন বিপর্যয়ের জন্য দায়ী। চার মাস ধরে দিনরাত পরিশ্রম করে ১.৫ একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতিই ফসল পোড়াতে বাধ্য করেছে আমাকে।
কৃষ্ণা ডোংরে বলেন, রাজ্য এবং কেন্দ্রের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। রাজ্যের পেঁয়াজ চাষিদের খারাপ অবস্থা জানার পরেও দুঃখ প্রকাশটুকু করেনি কেউ। কৃষ্ণা দাবি করেন, সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যে পেঁয়াজ সংগ্রহ করুক কৃষকদের কাজ থেকে। তাহলে আমরা বাঁচতে পারবো।
সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত