১৮ বাংলাদেশি গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে ,তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিল। গভীর রাতে নাভি মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। শনিবার তাদেরকে থানে জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন -  সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু গতকাল

রাবালে পুলিশ স্টেশনের কথা অনুযায়ী এনডিটিভি জানিয়েছে, নাভি মুম্বাইয়ের ঘনসলি এলাকায় বিয়ের অনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি গিয়েছিলেন। এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন -  মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, ছত্তিশগড়, কর্ণাটক এবং তামিলনাডুতে দৈনিক আক্রান্তের ঘটনায় বৃদ্ধি; দৈনিক আক্রান্তের প্রায় ৮১ শতাংশই এই রাজ্যগুলিতে

আটককৃতদের মধ্যে ১০ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছেন। ভিসা এবং পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বসবাস করছেন বলেই দাবি পুলিশের। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন -  Taslima Nasrin: টিপ নিয়ে মুখ খুলেছেন, নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন

সূত্রঃ এনডিটিভি