US Presidency Election: ভারতীয় বংশোদ্ভূতের লড়ার ঘোষণা, মার্কিন প্রেসিডেন্ট পদে

Published By: Khabar India Online | Published On:

আরও এক ভারতীয় বংশোদ্ভূত ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন  নিকি হ্যালির পর। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং রিপাবলিকান নেতা বিবেক রামস্বামী। ৩৭ বছর বয়সি রামস্বামী দাবি করেছেন, নির্বাচিত হলে চীন-নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে মেধার ভিত্তিতে গড়ে তুলবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন রামস্বামী।

আরও পড়ুন -  Stadium 974: এখন শুধু সময়ের অপেক্ষা, স্টেডিয়াম ৯৭৪ ইতিহাস হতে চলেছে!

সাক্ষাতকারে রামস্বামী বলেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ব এদেশের হারিয়ে যাওয়া আদর্শকে ফিরিয়ে আনতে। যুক্তরাষ্ট্রের সর্বস্তরে দেশীয় মেধাকেই ফিরিয়ে আনতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।

রামস্বামীর শিকড় কেরালায়। তার পরিবার সেখান থেকে যুক্তরাষ্ট্রে আসে। ওহাইও-এর একটি ইলেকট্রিক প্ল্যান্টে কাজ করতেন তার বাবা।

২০১৪ সালে বিবেক রয়ভ্যান্ট সায়েন্সেস নামের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ছিলেন তিনি। বিভিন্ন রোগের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে এই প্রতিষ্ঠান। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত তিনি। গত বছর স্ট্রাইভ অ্যাসেট ম্যানেজমেন্ট নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বিবেক।

আরও পড়ুন -  Mohammed Shami: মোহাম্মদ সামির মেয়ে শাড়ি পরে সরস্বতী পূজায় অংশ নিলেন, কিউট ছবি, নেট পাড়ায় ভাইরাল

উল্লেখ্য, কয়েক দিন আগেই নিকি হ্যালি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছিলেন। নিজেকে এক ভারতীয় অভিবাসীর গর্বিত কন্যা বলে এদিন দাবি করেন নিক। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসকে নতুন করে লেখার এটাই সময় বলেও মন্তব্য করেন তিনি। প্রায় সেই একই সুর শোনা গেল রামস্বামীর কণ্ঠেও।

আরও পড়ুন -  IPL 2023: চাঞ্চল্যকর টুইট করলেন জাদেজা উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ধোনির সঙ্গে, ‘কর্মফল তোমাকে ভুগতেই হবে’

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়ার কথা ঘোষণা করা প্রথম প্রার্থী অবশ্য ডোনাল্ড ট্রাম্প । ৬ বছরের নেতার দাবি, তিনি আগের চেয়েও বেশি রাগী ও প্রতিশ্রুতিবদ্ধ। এবার তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রিপাবলিকান নেত্রী এবং নেতা।

ছবিঃ সংগৃহীত