মোবাইল গিলে ফেলল বন্দি! ধরা পড়ার ভয়ে

Published By: Khabar India Online | Published On:

বিহারের জেলে রুটিন তল্লাশি চলাকালীন আস্ত মোবাইল ফোন গিলে ফেললেন এক বন্দি। এমন কাণ্ড করার পরে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, পেটের মধ্যেই রয়েছে মোবাইল।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটে বিহারের গোপালগঞ্জের জেলা কারাগারে। তিন বছর ধরে বন্দি রয়েছেন কাইসার আলি নামে এক বন্দি।

আরও পড়ুন -  মালদা জেলা সংশোধনাগার থেকে রহস্যজনক অবস্থায় এক বিচারাধীন বন্দীর দেহ উদ্ধার করলো পুলিশ

হাজিপুর থেকে ২০২০ সালের ১৭ জানুয়ারি মাদকদ্রব্য রাখার অভিযোগে কাইসারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে ওঠা মামলা চলছে আদালতে। শনিবার রাতে জেলে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন এক কনস্টেবল। সেই সময় মোবাইল ফোন লুকাতে না পেরে গিলে ফেলে কাইসার।

আরও পড়ুন -  মেট্রো রেল কোভিড আদর্শ আচরণ সম্পর্কে যাত্রীদের মধ্যে সচেতনতা আরও বাড়িয়েছে

মোবাইল গিলের ফেলার পরেই ভয়ংকর পেটের যন্ত্রণা শুরু হয় তার। তাকে স্থানীয় সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা এক্স-রে সহ একাধিক পরীক্ষা করে জানান, কাইসারের পাকস্থলিতে বাইরের কোনও বস্তু রয়েছে। সেই কারণেই যন্ত্রণা হচ্ছে।

আরও পড়ুন -  মারা গেল নিরামিষাশী কুমির বাবিয়া, মন্দির পাহারা দিত!

গোপালগঞ্জ সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, কাইসার নিজেও স্বীকার করেছেন, পুলিশকর্মীকে দেখেই ভয় পেয়ে মোবাইল ফোন গিলে ফেলেন তিনি।