Turkey: ঘানার ফুটবলারের লাশ উদ্ধার, তুরস্কের ধ্বংসস্তূপ থেকে

Published By: Khabar India Online | Published On:

নিখোঁজ হয়েছিলেন ঘানা এবং চেলসির প্রাক্তন ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে। এই ঘটনার একদিন পর আতসুকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে গুঞ্জন উঠেছিল।

ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক সব গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটিকে মিথ্যা প্রমাণ করে স্থানীয় গণমাধ্যম শনিবার আতসুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন -  Taliban: তুরস্কে তালেবানের প্রতিনিধি দল, বৈঠক হবে

বেন স্পোর্টস এবং নিউজ স্ট্রেট টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তুর্কি সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে মিডফিল্ডার হিসেবে খেলতেন।

শনিবার আতসুর ম্যানেজার মুরাত উজুনমেহমেত বার্তা সংস্থা ডিএইচএকে বলেছেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ পাওয়া গেছে। তার জিনিসপত্র এখন সরানো হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে।

আরও পড়ুন -  Turkey: এরদোয়ান ও কিলিচদারোগলু, ভোট দিলেন প্রেসিডেন্ট নির্বাচনে

ঘানার হয়ে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬৫ ম্যাচে মাঠে নেমে ১০ গোল করেছিলেন ৩১ বছর বয়সী আতসু। ক্লাব ক্যারিয়ারে ২০১৭ সালে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেন তিনি। এর আগে চার মৌসুম চেলসিতে কাটান। গত সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগ দল হাতাইস্পোরে যোগ দেন আতসু। মৌসুমের মাঝপথেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন -  Poisonous Snakes: গৃহস্থের শোবার ঘরে ফোসফোস শব্দ, আলমারির পেছনে বিষধর সাপ

ছবিঃ সংগৃহীত