Prithvi Shaw: ছবি পোস্ট করেই ডিলিট করলেন পৃথ্বী শ, প্রেম দিবসে ‘ওয়াইফি’র সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্ক্রিনশট

Published By: Khabar India Online | Published On:

‘বিশ্বপ্রেম’ দিবসে ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ এমন একটি কাজ করেছেন যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে।

স্বাভাবিক কারণেই সেই সিরিজ থেকে ছুটি পেয়েছেন ওপেনার পৃথ্বী শ। বর্তমানে স্বাভাবিকভাবে জীবন যাপনে ব্যস্ত।

বেশ কয়েকদিন ধরে ভারতের মডেল এবং অভিনেত্রী নিধি তাপাড়িয়ার সঙ্গে নাম জড়িয়েছে এই ক্রিকেটারের। বিভিন্ন স্থানে ইতিপূর্বে একত্রে দেখা গেছে তাদের।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: দর্শকদের মন জিতলেন শ্রাবন্তী মাচা শোয়ে, রাতের শো আরও জমে উঠল

এদিন বিশ্বপ্রেম দিবসে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধারণা করা হচ্ছে, দিনটি একত্রে উদযাপন করেছেন পৃথ্বী শ ও নিধি তাপাডিয়া। ছবিটি পৃথ্বী শ নিজেই তার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন। কিন্তু কয়েক মিনিট পর সেটি ডিলিট করে দেন এই ক্রিকেটার।

তার আগে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ছবিটির স্ক্রিনশট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  ছবিটির ক্যাপশনে পৃথ্বী শ লিখেছিলেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইস মাই ওয়াইফি’।

আরও পড়ুন -  Cricketer Love Story: ভারতীয় এই ক্রিকেটার ফ্যাশন ডিজাইনের প্রেমে বোল্ড হয়েছেন, সমুদ্র তীরে বিয়ে করেছেন

ছবিটি পোস্ট করার সময় অভিনেত্রী নিধি তাপাড়িয়াকে ট্যাগ করেছেন তিনি। তবে ইনস্টাগ্রামে শেয়ার করার কিছুক্ষণ পর নিজেই সেই ছবিটি ডিলিট করে দেন পৃথ্বী শ।

যদিও ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া সেই ছবিটি পৃথ্বী শ শেয়ার করেননি বলে দাবি করছেন তিনি। তিনি বলেন, ‘কেউ এডিট করে ফলস্ অ্যাকাউন্ট থেকে এই ধরনের ছবি পোস্ট করেছেন।’ ভারতীয় ক্রিকেটারের এমন আবদার মেনে নিতে নারাজ নেট প্রেমীরা।

আরও পড়ুন -  MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন IPL থেকে, আতঙ্ক ছড়ালো মিডিয়ায়, প্রাক্তনীর মন্তব্যে

এমন ছবি নিয়েই চর্চা করতে বেশ পছন্দ করছেন তারা। তবে প্রকাশ্যে আসুক বা না আসুক ভারতীয় মডেল নিধি তাপাডিয়ার সঙ্গে যে পৃথ্বী শ-র একটি যোগসূত্র রয়েছে, অস্বীকার করতে নারাজ সমস্ত নেট দর্শকরা।