Syria: ৪০ কোটি ডলারের আবেদন জাতিসংঘের, বিধ্বস্ত সিরিয়ায়

Published By: Khabar India Online | Published On:

জাতিসংঘ ৩৯ কোটি ৭০ লাখ ডলারের আবেদন জানিয়েছে সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য।   মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ আবেদনের ঘোষণা দিয়ে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সিরিয়ার প্রায় ৫ লাখ নাগরিকের জন্য জীবন রক্ষা ত্রাণ জোগাবে এ তহবিল ও তা দিয়ে তিন মাস চলা যাবে। আরব নিউজ

আরও পড়ুন -  Bhojpuri Music Video: নীরাহুয়া চুড়ান্ত ঘনিষ্ঠ আম্রপালির সাথে, ঘরের মধ্যেই সকলের চোখ এড়িয়ে, Video দেখুন

গুতেরেস সাহায্যের অনুরোধ জানিয়ে বলেন, বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পর এই অঞ্চল জুড়ে লাখ লাখ মানুষ গৃহহীন অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমরা সেখানকার এমন পরিস্থিতি পরিবর্তনের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।

তিনি সদস্য দেশগুলোকে বিলম্ব না করে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে যথাসাধ্য অর্থায়ন করার জন্য, লাখো শিশু, মহিলা ও পুরুষদের সাহায্য করার জন্য আহ্বান জানিয়েছেন। ১২ বছরের গৃহযুদ্ধে ইতোমধ্যে ভেঙে পড়া সিরিয়ায় ত্রাণ কর্মীদের অবাধে কাজ করার অনুমতি দেয়ারও আহ্বান জানিয়েছেন গুতেরেস।

আরও পড়ুন -  Syria: বোমা হামলায় ১৩ সেনা নিহত, সিরিয়ায়

সিরিয়ার উত্তরপশ্চিমে অবস্থান করা ত্রাণ কর্মীরা ও জরুরি দলের সদস্যরা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জাতিসংঘের ধীর প্রক্রিয়ার সমালোচনা করেছে।

ভূমিকম্প আঘাত হানার আগে সিরিয়ার উত্তরপশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করা ৪০ লাখেরও বেশি মানুষের জন্য প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য মাত্র একটি ক্রসিংয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছিল। জাতিসংঘ ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় জরুরি প্রতিক্রিয়া তহবিলের মাধ্যমে ৫ কোটি ডলার প্রদান করেছে।

আরও পড়ুন -  Shopping Mall Shooting: শপিং মলে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত, আহত ৮, যুক্তরাষ্ট্রে

ছবিঃ সংগৃহীত