Maya: ইরফান-তানিয়ার মায়া, ভালোবাসা দিনে

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় দুই তারকা ইরফান সাজ্জাদ এবং তানিয়া বৃষ্টির সম্প্রতি কাজ করলেন ভালোবাসা দিবসের বিশেষ নাটকে। ‘মায়া’ শিরোনামের এ নাটকে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন জয় চরিত্রে। তানিয়ার চরিত্রের নাম মায়া।

রেজওয়াদুদ মাহিনের গল্পে ভালোবাসা দিবসের বিশেষ এই নাটকটি চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এসকে অমিত।

আরও পড়ুন -  Saayoni Ghosh: কি বললেন সায়নী ? শাঁখা-সিঁদুর পড়ে ছবি পোস্ট করার পর

নাটকের গল্পে দেখা যাবে, সদ্য মাষ্টার্স পাশ করে বের হওয়া ডিজাইনার এবং আর্টিস্ট জয়ের সাথে অনার্স পড়ুয়া মায়ার জীবনের প্রেম কাহিনি। গল্পটা প্রাপ্তবয়স্ক প্রেমিক প্রেমিকার। তাদের প্রেমের দিনগুলো থেকে শুরু করে বিবাহিত জীবন পর্যন্ত গল্পে দেখানো হয়। জীবনের নানা চড়াই-উতরাই পার করে তারা কিভাবে সুন্দরভাবে বেঁচে থাকে, সেই নিয়ে এই গল্প।

আরও পড়ুন -  Nigeria: নিহত বেড়ে ৭৬, নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায়

গল্প প্রসঙ্গে নির্মাতা অমিত বলেন, এইটা একদম পিওর রোমান্টিক গল্প। ভালোবাসা দিবস মাথায় রেখে এই গল্প নির্মান করা হয়েছে। গল্পে জয় এবং মায়ার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। ইরফান সাজ্জাদ এবং তানিয়া বৃষ্টি তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। কাজটা ভালো করার জন্য। আশা করছি দর্শক এই ভালোবাসা দিবসে পিওর রোমান্টিক একটা কাজ দেখতে পারবেন।

আরও পড়ুন -  Nusrat-Modi: জন্মদিনে শুভেচ্ছা বদলে কটাক্ষ নুসরতের ! লিখলেন,’বয়স বাড়লে বুদ্ধি বাড়ে’ প্রধানমন্ত্রীর জন্মদিনে

ছবিঃ সংগৃহীত