Weather Forecast: বাংলায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হবে ৪৮ ঘন্টায়, ফিরবে শীতের স্পেল?

Published By: Khabar India Online | Published On:

 আবহাওয়ার ভোলবদল হিসাব বদলে দিয়েছে শীতের স্পেলের। কখনো মনে হচ্ছে হয়তো শীত বিদায় নিল, আবার পরের দিনই তাপমাত্রার পতন শীত বিদায়ের তথ্য অসত্য বলে প্রমাণ করছে।

কিছুদিন ধরে তাপমাত্রা বেড়ে গেলেও বাংলা, বিহার এবং উড়িষ্যায় দেখা মিলছে কুয়াশার দাপটের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে এই কুয়াশার প্রভাব শীতের সমীকরণ ফিরিয়ে আনছে। সাথে উত্তরবঙ্গেও দেখা মিলছে ঘন কুয়াশার। দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন -  Durga Puja: আবহাওয়া কেমন থাকবে দুর্গাপুজোয়? বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব

আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বেড়ে যাওয়ার পর নতুন সপ্তাহের শুরু সোমবার থেকে পারদ ফের নিম্নমুখী হবে।
দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের কুয়াশার সম্ভাবনা থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে দেখা মিলবে ঘন কুয়াশার দাপট। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশায় মুড়ে যাবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অংশ।

আরও পড়ুন -  Assam: সাত শিক্ষার্থী নিহত, সড়ক দুর্ঘটনায়, আসামে

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামীকাল রবিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। উষ্ণতা অনুভূত হবে দিনজুড়ে। সপ্তাহের শুরু সোমবার থেকে আবার পারদ নামতে থাকবে। এই শীতের স্পেল দীর্ঘস্থায়ী নয় বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের মতে, সোমবার থেকে তাপমাত্রা কমে তা স্থায়ী হবে বুধবার পর্যন্ত। আবার বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে রাজ্যজুড়ে। সেই তাপমাত্রার বৃদ্ধি কার্যত হবে শীতের বিদায়।

আরও পড়ুন -  ওয়েদার আপডেট, ১৭ ডিগ্রিতে তাপমাত্রার পারদ নেমেছে, জাঁকিয়ে শীত কবে পড়বে?

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।