Monalisa: বোল্ড ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, সাদা পোশাকে, ইন্টারনেটে ভাইরাল ছবি

Published By: Khabar India Online | Published On:

পরিচিত নাম মোনালিসা অভিনয় জগতের। ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন।

 বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন। তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Cyclone Mocha: ঘন্টায় ১৯০ কিলোমিটার পর্যন্ত বেগে এগোতে চলেছে "মোকা", কলকাতার আকাশে প্রভাব থাকবে

অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন তিনি।

 অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার এবং স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেই মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

আরও পড়ুন -  শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি, ‘Jawani Janeman’, গানে নজর সরানো যায় না এই নাচ, ভিডিও ভাইরাল

ফেব্রুয়ারি ভালবাসার মাস। আর সেই নিয়েই এখন মেতে রয়েছেন সাধারণ থেকে তারকা সকলেই। সেই তালিকা থেকে বাদ যাননি মোনালিসাও। প্রপোজ ডের দিন নিজের একাধিক ছবি শেয়ার করে নিয়ে সকলকে এদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন সাদা ডিপ নেক লাইন কাটিং স্প্যাগেটি স্ট্রাপড্ শর্ট ড্রেসে দেখা মিলেছে তার। খোলা চুলে হালকা মেকাপে করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

ঠোঁটে বজায় রেখেছিলেন হালকা হাসিও, নিঃসন্দেহে আবারো মুগ্ধ করেছে ভক্তদের। সম্ভবত নিজের মেকাপ ভ্যান থেকেই এদিন এই লুক শেয়ার করে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন -  Gurmeet-Debina: বাঙালি মতে বিয়ে সারলেন, গুরমিত-দেবীনা