দিল্লি সহ উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ ধীরে ধীরে কমছে। কড়া রোদের কারণে দেশের বেশিরভাগ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসেই গোটা উত্তর ভারতে গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, বুধবার (৮ ফেব্রুয়ারি) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
পশ্চিমবঙ্গেও আবহাওয়া অনেকটা একই। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে আলাদা।
আইএমডি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং মেঘালয় সহ পার্বত্য অঞ্চলে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা আছে। সেই জন্য দিল্লি, হরিয়ানা এবং উত্তর প্রদেশের মতো উত্তর ভারতের অঞ্চলে আবার ঠান্ডা কিছুটা প্রবেশ করতে পারে। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হবেনা। রাজধানীতে আজকাল দুই দিন অন্তর এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে দিল্লিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দিল্লিতে আকাশ পরিষ্কার থাকবে। সঙ্গে দিনের বেলায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। বুধবার দিল্লিতে বায়ুর গুণমান সূচক সন্তোষজনক বিভাগে রয়েছে। দিল্লিতে AQI ১৯৬ রেকর্ড করা হয়েছে। একই আবহাওয়া থাকবে কলকাতায়। আকাশ থাকবে পরিস্কার।