ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ চিঠি

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্তঃ  পুরনো দিনে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করার অবসর ছিল না। ভরসা ছিল একমাত্র পত্র, চিঠি লিখে নিজের ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করার সেরা উপায় ছিল। নিজের ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সেই রকম সুযোগ হয়ে উঠতো না। এখন সময় পাল্টেছে, সোশ্যাল মিডিয়া স্মার্টফোনের দৌলতে প্রিয় মানুষটি বিশেষ কাছের হয়ে উঠেছে।

আরও পড়ুন -  Drinking Lemonade: হতে পারে সমস্যা, রোজ লেবুজলে

নিজের মনের আবেগকে ব্যক্ত করার জায়গা তৈরি হয়েছে। আজ গোলাপ দিবস, (রোজ ডে), গোলাপ ভালোবাসার প্রতীক। নিজের প্রিয় মানুষকে গোলাপ দিয়ে ভালোবাসা ব্যক্ত করার দিন। তবে (আই লাভ ইউ) এর থেকে ( আমি তোমাকে ভালোবাসি) অনেক বেশি প্রাসঙ্গিক। প্রথমটি অকপটে বলতে পারা গেলেও, দ্বিতীয়টির প্রাসঙ্গিকতা একেবারেই আলাদা, তাই এই রঙিন দুনিয়াতে ও দ্বিতীয়টির সমাদর অনেক বেশি।

আরও পড়ুন -  Alto 800, ৬৫ হাজার টাকায়, দেরি করলে অফার হাতছাড়া

আগামী ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এক সপ্তাহব্যাপী ভালোবাসা সপ্তাহ। আজ যার শুভ সূচনা রোজ ডে দিয়ে, এবারে অন্যান্য বারের তুলনায় গোলাপ ফুলের চাহিদা অনেকটাই বেশি। শিলিগুড়ির বিভিন্ন ফুলের দোকানগুলিতে এদিন সকাল থেকেই ক্রেতাদের গোলাপ ফুল কিনতে দেখা যায়। দামও খুব একটা বেশি না গোলাপ পিছু দাম কুড়ি টাকা। গোলাপের সাথে গোলাপী হয়ে থাকুক ভালোবাসার সম্পর্ক।

আরও পড়ুন -  চারটি জিনিস রান্নাঘরের অবশ্যই রাখবেন, খালি রাখবেন না কখনোই