Paris Olympics: বয়কট করতে পারে ৪০ দেশ, প্যারিস অলিম্পিক

Published By: Khabar India Online | Published On:

অলিম্পিকের ৩২তম আসর ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে। কিন্তু রাশিয়া ও বেলারুশ ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাসহ ৪০টির মতো দেশ অলিম্পিক বয়কট করতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক।

 পুরো অনুষ্ঠানটিকে অর্থহীন করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া যৌথভাবে ২০২৪ সালে রাশিয়ান ও বেলারুশিয়ানদের প্রতিযোগিতা করার অনুমতি দেয়ার জন্য একটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পরিকল্পনা প্রত্যাখ্যান করার পরে তার মন্তব্য এসেছে।

আরও পড়ুন -   মহানন্দার জল বাড়ায় মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের নদী তীরবর্তী বস্তি এলাকা প্লাবিত হয়েছে

পোলিশ ক্রীড়া এবং পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক বলেন, আগামী ১০ ফেব্রুয়ারী একটি বৈঠকের আগে আইওসি রাশিয়ান ও বেলারুশিয়ানদের প্রতিযোগিতা করার অনুমতির পরিকল্পনার পরিবর্তন না করে। তাহলে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ৪০ টি দেশের একটি জোট তৈরি করা হবে, এবারের আসটি বয়কট করা হবে।

তিনি যোগ করেছেন, যদি আমরা বয়কট করি, তাহলে অনুষ্ঠানটিকে অর্থহীন করার জন্য যথেষ্ট হবে।

 আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০২৪ অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায়। গত সপ্তাহে আইওসি ঘোষণা করে, রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে একটি পথ বের করবে সংস্থাটি।

আরও পড়ুন -  বিশ্বশক্তিগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে, লড়ছি একাই, ইউক্রেনের প্রেসিডেন্ট

আইওসি সভাপতি টমাস বাচ বলেছেন, শুধুমাত্র জাতীয়তার কারণে ক্রীড়াবিদদের সাথে বৈষম্য করা উচিত নয়।

বৃহস্পতিবার প্রকাশিত একটি বিবৃতিতে আইওসি, ইউক্রেন ও অন্যান্য দেশগুলোকে বয়কটের হুমকির প্রভাব সম্পর্কে সতর্ক করেছে। আইওসি বলছে, একটি বয়কট হল অলিম্পিক চার্টারের লঙ্ঘন, যা সমস্ত দেশগুলোকে ক্রিড়াবিদদের পাঠিয়ে অলিম্পিয়াড গেমসে অংশগ্রহণ করতে বাধ্য করে।

আরও পড়ুন -  Russia: ইউক্রেনীয় গোলায় ২ নারী নিহত, রাশিয়ার বেলগোরোদে

আইওসি বলছে, ইতিহাস যেমন দেখায়, পূর্ববর্তী বয়কটগুলো তাদের রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করতে পারেনি, শুধুমাত্র ক্রীড়াবিদদের শাস্তি দেয়ার জন্য কাজ করেছিল।

ইউক্রেনের ক্রীড়া মন্ত্রী ভাদিম গুটসাইট বলেছেন, রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের উপর নিষেধাজ্ঞা জারি রাখার জন্য আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর সাথে যোগাযোগ জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমনের পর থেকে বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগীতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

ছবিঃ সংগৃহীত