38 C
Kolkata
Friday, May 17, 2024

ফুটবল মাঠের নায়ক পরিমল দে চলে গেলেন, শট ছিল গোলার মত

Must Read

শিখা দেব, কলকাতাঃ   ফুটবল মাঠের নায়ক পরিমল দে চলে গেলেন, শট ছিল গোলার মত।

কলকাতা ময়দানের সুদর্শন ফুটবল নায়ক পরিমল দে চলে গেলেন। মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হোন। খড়দাহ থেকে উঠে আসা ফুটবলার কলকাতা ময়দানে আসেন ওয়াড়ি ক্লাবে। প্রথম বছরেই সবার কেড়ে নেন। ১৯৬৬ সালে ইস্টবেঙ্গলের সচিব জ্যোতিষ গুহর চোখে পড়েন পরিমল। তারপরেই লাল হলুদ শিবিরে যোগ দেন।

আরও পড়ুন -  মধ্যরাতে যোগীর সাথে গোটা বারাণসী পরিদর্শন করলেন মোদী

আক্রমণভাগের দুরন্ত ফুটবলার পরিমল দের গোল করার মধ্যে একটা যাদু ছিল। পায়ে শট ছিল গলার মত। সুযোগের অপব্যবহার করতেন না। দলকে নেতৃত্ব দিয়েছেন। শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে পরিমল দের গোল আজও সবার মনে দাগ কেটে রয়েছে। দু বছর মোহনবাগান ক্লাবে খেলেন। ১৯৭৩ সালে আবার ইস্টবেঙ্গল এসে অবসর নেন। রাজ্য সরকার ও ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করে। পরিমল।দে প্রয়াত হওয়ার খবরে ফুটবল জগতে শোকের ছায়া নেমে আসে ।

আরও পড়ুন -  বারণ করলেন ফারিণ, লিংক খুঁজতে

সৌজন্যে।

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img