IND Vs NZ: আজ মাঠে নামবে ইন্ডিয়া, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে, রোহিত শর্মা কেমন একাদশ সাজাতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

ওডিআই সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে। ইন্দোরের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করতে বদ্ধপরিকর রোহিত শর্মার টিম।

সিরিজের প্রথম দুটি ম্যাচে কিউইদের পরাজিত করে সিরিজ জিতে নিয়েছে ভারত। আজ নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করতে কেমন ভাবে ভারতীয় দল সাজাবেন অধিনায়ক রোহিত শর্মা চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন -  Assam Floods: ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ, মৃত্যু বেড়ে ১৫, আসামে বন্যায়

ওপেনিং জুটি: আজ ম্যাচে অবশ্যই রোহিতের সাথে ওপেনিং করবেন দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করে ভারতীয় একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন।

মিডল অর্ডার: নিউজিল্যান্ডের বোলিং বিভাগ অত্যন্ত শক্তিশালী হওয়ায় অধিনায়ক রোহিত শর্মা নিঃসন্দেহে সেরা ক্রিকেটারদের নিয়ে ভারতের দুর্গ তৈরি করবেন। মনে করা হচ্ছে, মিডল অডারে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বিরাট কোহলি, ঈশান কিষাণ ও সূর্য কুমার যাদবের হাতে।

আরও পড়ুন -  CSK Vs GT: কার্যত অবসর ঘোষণা করলেন আম্বাতী রায়ডু, ‘এটাই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ’!

অলরাউন্ডার:  কয়েক ম্যাচে নিজেকে প্রমাণ করতে না পারলেও আজকের ম্যাচে সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া। স্পিনার অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর।

বোলার:  দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলিং এট্যাক দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে লজ্জাজনক ভাবে পরাজিত করতে শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মো সিরাজের হাতে থাকতে পারে।

আরও পড়ুন -  জয়ের শংসাপত্র পেলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী

ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল,বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেট রক্ষক), সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর ও উমরান মালিক।