লোকাল ট্রেন দেরিতে চলছে, হাওড়ায় ব্যাহত ট্রেন চলাচল, রেল লাইনে ফাটলের কারণে

Published By: Khabar India Online | Published On:

হাওড়া শাখায় রেল চলাচল ব্যাহত রেল লাইনে ফাটলের কারণে। হুগলির তারকেশ্বরের কৈকলা স্টেশনের কাছে সম্প্রতি রেল লাইনে ফাটল দেখা গেছে। সেই জন্য বেশ অনেক্ষণ ব্যাহত হলো রেল চলাচল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রেল লাইন মেরামত করার কাজ করা হয়। বহু ট্রেন চলছে দেরিতে। সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা

আরও পড়ুন -  Kolkata Weather Latest Update: গরম হাওয়া ঢুকছে, পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা আছে কি?

জানা যায়, সকালে ৫ টা বেজে ৫০ মিনিটে তারকেশ্বর থেকে হাওড়ার ট্রেন ছাড়ে। এই ট্রেন ওই স্টেশনে আসতেই এই ট্রেন লাইনে ফাটলের বিষয়টি ধরা পড়ে। এই লাইনে দুই পাতের মাঝে ফাঁক বড়ো হয়ে গিয়েছিল। ট্রেন চালক এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারপরেই রেল কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে গিয়ে রেল লাইন মেরামতি করা হয়। ফলে স্বাভাবিকভাবে লাইনে ট্রেন চলাচলে দেরি হয়। ডাউন লাইনে কাজ চলার কারণে স্বভাবতই রেল দেরিতে চলতে শুরু করে।

আরও পড়ুন -  Ukraine: রাশিয়ার ফের ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনে

 ট্রেন দেরিতে চলতে শুরু করে ৭ টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল বলে জানা যায়। সাড়ে ৭টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয় তবে সব ট্রেন দেরিতে চলে। এখনো সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। এখনো প্রতিটি ট্রেন দেরি করেই চলেছে। তবে আপ লাইনে কোনো সমস্যা নেই। ডাউন লাইনেই শুধুমাত্র সমস্যা হচ্ছে যাত্রীদের। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  ICC World Cup 2023: ‘গোল্ডেন যুগে’ ২০২৩ বিশ্বকাপের লোগো প্রকাশ করল ICC, ভারতের বিশ্ব জয়ের, ক্রিকেট মহলে উত্তেজনা