West Bengal Weather: বিরাট পরিবর্তন আবহাওয়ার বছর শেষে, বৃষ্টি কি হবে? হাওয়া অফিস যা জানাল

Published By: Khabar India Online | Published On:

মাত্র ২ দিন বাকি বছর শেষ হতে। সেই খুশির আবহের মাঝেই আজ সকাল থেকে জাঁকিয়ে শীত পড়েছে।

কলকাতা সহ গোটা বাংলায়। আজ কলকাতায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে যে, আগামী ২৪ ঘন্টা এরকমই থাকবে আবহাওয়া। তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন -  WB Weather Report: পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, কলকাতাতে বৃষ্টি হবে

নতুন বছরে শীতের আমেজ থাকবে। আপাতত কলকাতায় পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

আজ ৩০ ডিসেম্বর, ২০২২ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রী সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪-৮৮ শতাংশ থাকতে পারে। আগামীকাল বছরের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াস।

আরও পড়ুন -  চিনতে পারছেন এরা কারা? দুই জন বর্তমানে বলিউডের জনপ্রিয় মুখ

কলকাতায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও সিকিমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরে শেষে সিকিমে তুষারপাত হতে পারে।

আরও পড়ুন -  রাজ্যে টানা ৩ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা, মিলবে রেহাই গরম থেকে, বৃষ্টিতে কোন জেলা ভিজবে?

রাজ্যের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিনে। নতুন বছর শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রয়েছে সেখানে নতুন বছরে তাপমাত্রার পারদ ১৬-১৭ ডিগ্রীতে ঘোরাফেরা করতে পারে। ফাইল ছবি।