Aindrila-Sabyasachi: ঐন্দ্রিলাহীন একমাস অভিনেতার!

Published By: Khabar India Online | Published On:

সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা না ফেরার দেশে। গত ২০’শে নভেম্বর প্রয়াত হয়েছেন।

 একমাস অতিক্রান্ত। ঐন্দ্রিলাহীন গোটা পরিবার ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। গত একমাস ধরে বহু চেষ্টা করেও অভিনেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা নিজেদের দুঃখ কষ্ট উজাড় করে দিয়েছেন মিডিয়ার সামনেই। মেয়ের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের গাফিলতির কথাও সোনা গিয়েছে অভিনেত্রীর মার মুখেই।

ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের পর তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা গেলেও সারা মেলেনি সব্যসাচী চৌধুরীর। নিজের সবথেকে কাছের ও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে নীরব সব্যসাচী। সময়ের সাথে লড়াই করে নিজেকে ঠিক রাখার চেষ্টায় অভিনেতা। কেমন আছেন তিনি? কিছুতেই জানা যাচ্ছিল না। কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না অভিনেতার সাথে। অবশ্য কেমনই বা থাকতে পারেন! সেকথা কমবেশি আন্দাজ করতে পারেন সবাই।

আরও পড়ুন -  Aindrila Sharma: ফেসবুকে কাতর আর্জি সব্যসাচীর, চিন্তা বাড়াচ্ছে ঐন্দ্রিলার স্বাস্থ্য

 সম্প্রতি একটি সংবাদমাধ্যমের তরফ থেকে ঐন্দ্রিলার সব্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এবার অল্প হলেও সারা মিলেছে ওপার থেকে। শুধু এক বাক্য জানিয়েছেন, এই মুহূর্তে কিছুটা ঠিক আছেন তিনি। তবে তার কথা শুনে এটুকু বোঝা গিয়েছে ঠিক থাকার চেষ্টায় রয়েছেন অভিনেতা। স্পষ্ট কথায় বলে দিয়েছিলেন, ঐন্দ্রিলাকে নিয়ে তিনি কোনরকম কোন কথা বলতে আগ্রহী নন।

আরও পড়ুন -  Aindrila-Sabyasachi: পুরনো ভিডিয়োতে ঐন্দ্রিলার হাত ধরে নাচ সব্যসাচীর

সম্প্রতি অভিনেত্রীর মা অভিনেতার সাথে ঐন্দ্রিলার একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন নিজের ফেসবুকের পাতায়। সেটি ‘ঝুমুর’ ধারাবাহিকের একটি দৃশ্য ছিল। ক্যাপশনে লেখা ছিল, সব্যর ঐন্দ্রিলা। এই ছবি আবেগপ্রবণ করেছে সকলকেই। জানা গেছে, ২০২৩’ই একে অপরের সাথে গাঁটছড়া বাঁধবেন বলেই ঠিক করেছিলেন তারা।  আর সম্ভব হল না। এই মুহূর্তে অভিনেত্রীর স্মৃতিকে আঁকড়ে ধরেই আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সব্যসাচী চৌধুরী।

আরও পড়ুন -  Short Film: সমস্ত সীমা ছাড়ালো গৃহবধূ ফাঁকা ফ্ল্যাটে, হাওয়ার গতিতে ভাইরাল এই শর্ট ফিল্ম