Brazil: বলসোনারোর সমর্থকদের হামলা, ব্রাজিলে পুলিশ সদর দপ্তরে

Published By: Khabar India Online | Published On:

বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সদর দপ্তরে আক্রমণ করেছে। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে নির্বাচনে বিজয়ী বলে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত করার পর সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা গেছে, বোলসোনারো সমর্থকদের অনেকেই জাতীয় ফুটবল দলের হলুদ জার্সি পরে ব্রাসিলিয়ার পুলিশ সদর দফতরের বাইরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। পুলিশ সদর দফতরের কাছাকাছি থাকা বেশ কয়েকটি বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

আরও পড়ুন -  Brazil Fans In Bangladesh: টুইটারে ফিফার পোস্ট, বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের নিয়ে

ব্রাসিলিয়ার জননিরাপত্তা সচিবালয় বলেছে, সোমবার গণতন্ত্রবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার সন্দেহে পুলিশ আদিবাসী নেতা, বলসোনারো সমর্থক হোসে অ্যাকাসিও সেরেরে জাভান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। কেন্দ্রীয় নির্বাচনী আদালত লুলার জয়কে সত্যয়ন করার পরে অশান্তি শুরু হয়েছিল।

আরও পড়ুন -  Shehnaz Gill: ফিটনেস রহস্য শেহনাজ গিলের, রহস্যের মূলে কি?

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন লুলা। বোলসোনারো স্পষ্টভাবে পরাজয় স্বীকার করেননি, তবে ক্ষমতা স্থানান্তর প্রক্রিয়াটিকে এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন।

ছবিঃ সংগৃহীত