বিদায় পর্তুগাল বিদায়

Published By: Khabar India Online | Published On:

শিখা দেবঃ   বিদায় পর্তুগাল বিদায়।

বিদায় পর্তুগাল বিদায়। এবারের মতো বিশ্বকাপ থেকে ছুটি নিতে হলো পর্তুগালকে। শেষ আটের ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়ে ছিল মরক্কোর সঙ্গে। মরক্কোর দাপটের কাছে পর্তুগাল হারিয়ে গেলো। খেলার প্রথম পর্বে নেশিরি দুরন্ত হেডে গোল করেন। মরক্কো এগিয়ে যাবার পরে তারা অার কোনও ঝুঁকি নিতে চায় নি। পর্তুগালের আক্রমণ কখনও ডানা বাঁধে নি। রোনাল্ড মাঠে নেমে পর্তুগালকে খেলার মধ্যে টেনে আনতে পারেন নি।

আরও পড়ুন -  Ronaldo: পর্তুগিজ উইঙ্গার রোনালদো, ইতিহাস গড়লেন

প্রায় শেষ মুহূর্তে রোনান্ডো গোল করার মতো সুযোগ পান। কিন্তু ব্যর্থ হোন। একেবারে শেষ সময়ে মরক্কোর এক ফুটবলার লাল কার্ড দেখেন। কাতার বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ তা আবার প্রমাণিত হলো। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Urfi Javed: শরীর ঢাকা হিরে দিয়ে, উরফি'র পোশাক কেমন, একাংশের মাথায় হাত

সৌজন্যে।